আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলেই??? আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। আজকের টিউটের মুল বিষয়টা হল রবি সিমকে নিয়ে চলুন সরাসরি টিউনে যাওয়া যাক।
বাংলাদেশের তৃতীয় বৃহত টেলিকম কোম্পানী হল রবি আর সকল দিক দিয়ে এর সুবিধাও প্রচুর। গতমাসে এর দেওয়া সুবিধা হল ফ্রি ইন্টারনেট! যা সম্পুর্ন বিনামুল্যে ইন্টারনেট ব্যাবহার যা সর্বপ্রথম রবিই তার সকল গ্রাহককে দিয়েছে। বরাবরই রবি একটু বেশিই সুবিধা দেই তার গ্রাহককে আর ঠিক তেমনিই আজকে সেরকম একটি সুবিধা নিয়ে কথা হবে।
এবার যেকোনো রবি গ্রাহক তার সিমে ৫৮ অথবা ২৮ টাকা রিচার্জ করলেই সাথে সাথে আপনি পাবেন ৫৮ টাকা অথবা ২৮ টাকা ফ্রি!!! আর এরও সাথে পাবেন ৫৮ মিনিট অথবা ২৮ মিনিট টকটাইম।
আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভাল থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন টিউনে।