Site icon Trickbd.com

এসইও এর বিভিন্ন মেটা ট্যাগ জেনে নিন। সাথে জানুন এদের কোনটা কী কাজে ব্যবহার হয়।

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন
আমরা সকলেই জানি এসইও করার ক্ষেত্রে মেটা ট্যাগ সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। আর মেটা ট্যাগ গুলো কোনটার কী কাজ সেটা জানা আমাদের একান্ত প্রয়োজন।

Meta Keywords


এসইও করার জন্য এই ট্যাগটিই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা এটি ছাড়া এসইওতে কখনোই সফল হতে পাবেন না। এই ট্যাগে আপনার সাইটের কীওয়ার্ড গুলো ক্রমান্নয়ে দিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার সাইট যা নিয়ে তৈরী সেই সম্পক্রিত সেই সম্পর্কে কীওয়ার্ড দিবেন। যেমনঃ আপনার সাইটটি যদি সফটওয়্যার সংক্রান্ত হয় তবে সেক্ষেত্রে সফটওয়্যারের সাথে মিলে এমন কীওয়ার্ড দিবেন। মেটা

কীওয়ার্ডের কোডটি হলঃ

Meta Description


মেটা ডেসক্রিপসানও হল এসইও এর বিরাট একটি অংশ। আপনার সাইটটি কি সম্পর্কিত তা সার্চ ইন্জিনকে জানানোই মেটা ডেমক্রিপসানের কাজ। আপনার সাইটের বিস্তারিত এই ট্যাগে দিবেন। তবে ১৫০ শব্দের বেশি না দেওয়াই ভালো। মেটা ডেসক্রিপসানের কোডটি হলঃ

meta name=”description” content=”Free download mobile
software, download android games

Meta Author


এই ট্যাগটি দিয়ে সার্চ ইন্জিনকে বোঝানো হয় যে সাইটটি কে তৈরী করেছে। এই ট্যাগে আপনি আপনার দিবেন। মেটা অওথর এর কোডটি হলঃ

META HTTP-EQUIV=”Content-Language” content=”eng

Meta Language


মেটা ল্যাংগুয়েজ ব্যবহার করে সাইটকে জানানো হয় যে সাইটটি কোন ভাষায়। যেমনঃ টেকপ্রাণ বাংলা ভাষায় তাই bn ব্যবহার করা হয়েছে। আপনার সাইট যদি ইংরেজিতে হয় তবে en দিবেন। মেটা ল্যাংগুয়েজ ট্যাগের কোডটি হচ্ছেঃ

meta name=”revisit” content=”15 days

Meta Revisit Tag


এই ট্যাগের দ্বারা সার্চ ইন্জিনকে বলা হয় যে, সে কবে আবার আপনার সাইটে আসবে। আপনি যদি ৭দিন দেন, তবে ৭দিন পর সার্চ ইন্জিন আবার আপনার সাইটে আসবে। যদি ১৫দিন দেন, তবে ১৫দিন পর আসবে। এই ট্যাগের কোডটি হলঃ

আশা করছি এই টিউনটি আপনাদের অনেক কাজে লাগবে। আর যদি সময় পান তাহলে গরীবের সাইটটি ঘুরে আইসেন।

নিয়মিত ফেসবুকে পোস্ট পেতে


আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে এক্টিব থাকুন।

ফেছবুকে আমি