Site icon Trickbd.com

কেন (SEO)Keyword Research করবেন ? [লেকচার পর্ব ৬]

ফোরাম পোষ্টিং কি?

আশাকরি ভালো আছেন। আমি তরিকুল ইসলাম (তুষার) আপনাদের জন্য নিয়ে আসলাম এসইও এর পরিপূর্ণ টিউটোরিয়াল যারা নিজেদের সাইটে এসইও করতে চান তারা আমার টিউটোরিয়াল গুলো দেখে খুব সহজে করতে পারেন।নানাবিধ ব্যস্ততার কারণে কয়েক দিন পর টিউন করতে বসলাম। সময়ের অভাবে SEO ধারাবাহিক টিউটোরিয়ালটার কোন পর্ব এর মধ্যে পাবলিশ করতে পারিনি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। আশা করছি এখন থেকে ২-১ পরপর আপনাদের SEO এর টিউটোরিয়ালটা উপহার দিতে পারবো। আর আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যারা আমার ১ম টিউন পড়েন নি তারা এখান নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন:

কেন করবেন keyword research?

keyword research এর জন্য অনেক ধরনের tools আছে। তার মধ্যে wordtracker, keyword discovery, google Adwords etc অন্যতম।

অধিকাংশ মানুষ google adwords ব্যবহার করে – এটা অনেক দ্রুত ও বিনামূল্যে ব্যবহার করা যায়।

Keyword Research এর নিয়ম:

আসলে এটার কোন ধরাবাধা নিয়ম নেই, বাজারে অনেক paid tool পাওয়া যায়, যা দিয়ে খুব সহজ ভাবে সঠিক keyword select করা যায়। কিন্তু

আমরা যেহেতু ঐসব paid tools ব্যবহার করব না, তাই আমাদের keyword researchএর basic procedure জানা উচিৎ। Keyword

Research এর সময় ৭টা জিনিস বিবেচনা করা উচিৎ