Site icon Trickbd.com

Youtube এর কিছু লুকানো জিনিস দেখুন। দেখবেন আর মজা নিবেন। Write By Atik….!

Unnamed

Hi Friend…. ??
আমি

Atik

আজ Youtybe এ কিছু জিনিস দেখে খুব অবাক হলাম য়ে Youtube এর মত এত বড় Site এ এই কান্ড ঘটে ? ?

ইউটিউবে ভিডিও দেখা তো আমাদের
প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। তবে
ইউটিউবের অনেক সাধারন কাজও আমরা
অনেকে জানি না। কিছু ইউটিউব টিপস তুলে ধরা হল।
দেখা যাক YouTube ম্যাজিক।..??

ম্যাজিক নং (১)= প্রথমে Youtube এ যান এবার সার্চ বার এ
Doge meme লিখে সার্চ দিন আর দেখুন
ম্যাজিক, আপনার ইউটিউব এর ফ্রন্ট স্টাইল
আর কালার পরিবর্তন হয়েগেছে।

ম্যাজিক নং (২) = এবার সার্চ বার এ Beam me up Scotty

লিখে সার্চ দিন বা এন্টার এ চাপ দিন,
দেখবেন আপনার ইউটিউব স্ক্রিন এ বৃষ্টির
মতো এফেক্ট উপর থেকে নীচের দিকে
পরছে।

ম্যাজিক নং( ৩)= এই ম্যাজিকটা খুব
মজাদার Use the Force Luke লিখে সার্চ
দিন বা এন্টার চাপুন, আপনার ইউটিউব
অ্যানিমেটেড হয়ে যাবে ভিডিও এর সঙ্গে
টেক্সট গুলো স্ক্রীন এ ভাসতে থাকবে।

ম্যাজিক নং( ৪)= এবার আসি সবথেকে
মজাদার ম্যাজিক এ এটা আমার খুব ভালো
লেগেছে আশা করি আপনাদেরও খুব ভালো
লাগবে, এই ম্যাজিক এ ইউটিউব গানের
তালে তালে নাচতে থাকবে।
ম্যাজিকটি দেখার জন্য আপনাকে সার্চ
বারে Do the Harlem Shake লিখে সার্চ
দিতে হবে কিছুক্ষণের মধ্যে একটা গান

বাজবে আর ইউটিউব নাচবে।
——————————————-

Facebook এ আমি


————————————

Like Facebook Page


————————————-