Site icon Trickbd.com

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন (গুগল এডসেন্স অ্যাপ্রুভ পর্ব ১)

Unnamed

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন?

 

বর্তমানে অনেকেই ইংলিশ, অথবা বাংলা ব্লগিং করতে চাইলেও অনেকের সময়, দক্ষতা, ও অভিজ্ঞতার কারনে আর হয়ে ওঠে না। অনেকেই ইনকাম করার জন্য গুগল adsense থেকে এপ্রুভ পেতে ও ইনকাম করার জন্যও ব্লগিং করতে চাই। তবে কন্টেন্টের অভাবে ভুগেন অনেকে, অনেকে ভাবেন চ্যাটজিপিটি বা, এ-আই দিয়ে লিখে পোস্ট করবেন তবে তা র‍্যাংক করাতে পারেন না। ফলে কোন লাভ ও হয় না। তবে আমি যদি বলি এর সব কিছুর সহজ এবং, সব থেকে দ্রুত উপায় সেয়ার করবো তাহলে কেমন হয়?

আজকের টিউটোরিয়ালে আমি সেটাই দেখাবো। আর কন্টেন্ট লিখার জন্য ব্যবহার করব, ChatGPT । কারন আরও অনেক এ আই থাকলেও তাদের ডাটাবেজ এত বড় আর পাওয়ারফুল না। এবং এই পোস্টটিতে, আমি দেখাবো একটি হাই কুয়ালিটি প্রম্পট দিয়ে কিভাবে টপ কুয়ালিটির আর্টিকেল লিখতে পারবেন, র‍্যাংক করাতে পারবেন, এবং গুগল এডসেন্স তো পাবেনই।

চ্যাটজিপিটি দিয়ে লিখেও Google Adsense পাওয়া গেলেও একটি আর্টিকেল সহজে র‍্যাংক করানো যায় না।  তাই চলুন দেখে নিই এর কারন, এবং কিভাবে একটি পাওয়ারফুল প্রম্পট বানিয়ে হাই কুয়ালিটি কন্টেন্ট লিখে নিবেন তার বিস্তারিতঃ

 

AI দ্বারা জেনারেটেড আর্টিকেল নিয়ে সাধারণ সমস্যাগুলো:

আর্টিকেল লিখা নিয়ে সম্পূর্ণ কেইস স্টাডি আছে , আমি ধিরে ধিরে সেগুলো আপনাদের মাঝে সেয়ার করব।

 

গুগলের আর্টিকেল ক্রিয়েশন গাইডলাইন (EEAT) অনুসারে ভালো আর্টিকেলের জন্য যেগুলো প্রয়োজন:

EEAT কিভাবে পূরণ করবেন

1. Expertise যোগ করুন:
লেখার শুরুতেই আপনার বিশেষজ্ঞতা তুলে ধরুন। যেমন:
“As an SEO expert, I always focus on…”
এভাবে আপনি দেখাতে পারবেন যে, আপনি যে বিষয়ে লিখছেন তাতে আপনার বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে।

2. Experience শেয়ার করুন:
আর্টিকেলের মধ্যে আপনার অভিজ্ঞতা এবং উদাহরণ শেয়ার করুন। এটি আপনার লেখাকে আরও বাস্তব এবং আকর্ষণীয় করে তুলবে।

3. Authoritativeness নিশ্চিত করুন:
আপনার লেখাকে গুছিয়ে এবং সংগঠিতভাবে উপস্থাপন করুন। কেবল তথ্য যোগ করাই যথেষ্ট নয়; সেটি পাঠকদের কাছে কিভাবে উপস্থাপন করবেন, সেটাই এখানে গুরুত্বপূর্ণ।

4. Trustworthiness প্রতিষ্ঠা করুন:
আপনার তথ্যগুলো সঠিক এবং যাচাইযোগ্য হতে হবে। পাঠক যাতে আপনার তথ্যকে বিশ্বাস করতে পারে, সেটাই হলো EEAT-এর T পূরণের মূল চাবিকাঠি।

ChatGPT দিয়ে EEAT পূরণ করা

ChatGPT বা অন্য AI টুল দিয়ে আর্টিকেল লিখতে হলে, ভালো প্রম্পট ব্যবহার করতে হবে। যেমন:

উদাহরণস্বরূপ:

“Write a detailed article about ‘SEO Best Practices’ focusing on expertise, personal experience, and practical examples. Organize the content logically and ensure it adheres to Google’s EEAT guidelines.”

AI-Generated vs Human-Written Content

গুগল কখনোই বলে নি যে, আর্টিকেল হিউম্যান না AI-Generated হতে হবে। গুগল শুধু চায় ইউজারের সার্চ ইন্টেন্ট পূরণ হোক এবং EEAT গাইডলাইন ফলো করা হোক।

কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায়, একজন লেখক ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখে, আবার কিচেন গার্ডেনিং নিয়েও লেখেন। এতে করে তার লেখায় না থাকে এক্সপার্টাইজ, না থাকে ট্রাস্ট।

 

ChatGPT দিয়ে কীভাবে ভালো আর্টিকেল লিখবেন

১. কাস্টম প্রম্পট তৈরি করুন:
আপনার নির্দিষ্ট টপিক অনুযায়ী প্রম্পট কাস্টমাইজ করুন।
২. গুগলের গাইডলাইন মেনে চলুন:
EEAT অনুযায়ী প্রম্পট তৈরি করুন এবং লেখার মধ্যে অভিজ্ঞতা, উদাহরণ এবং বিশ্বাসযোগ্যতা যোগ করুন।
৩. AI টেক্সট এডিট করুন:
লেখা শেষ হলে, সেটি নিজে পর্যালোচনা করুন এবং দরকার হলে এডিট করুন।

(ChatGPT সিরিজের এটি প্রথম অংশ, আমি আরও এই রিলেটেড বিস্তারিত, গাইডলাইন নিয়ে ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত নিয়মিত ভিজিট করুন আমাদের সাইটে।)

উপসংহার

গত ১ বছর ধরে আমি ChatGPT দিয়ে কাস্টম প্রম্পট ব্যবহার করে আর্টিকেল লিখছি। গুগলের EEAT গাইডলাইন ফলো করার কারণে কখনোই র‍্যাংকিং নিয়ে সমস্যায় পড়তে হয়নি। আপনি যদি ঠিকভাবে প্রম্পট তৈরি করেন এবং লেখার মধ্যে সঠিক তথ্য এবং অভিজ্ঞতা যোগ করেন, তাহলে AI-generated আর্টিকেল দিয়েও খুব সহজে ভালো র‍্যাংকিং পেতে পারেন।

 Telegram Channel