Site icon Trickbd.com

সেরা ৫টি ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন By MH

সিএমএস হিসাবে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। প্রতিদিনই অসংখ্য ব্লগ বা সাইট তৈরী হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাহায্যে। ব্লগে ভিজিটরের জন্য প্রয়োজন এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটি অনেক সহজ করে দিয়েছে। ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন গুলো ব্যবহার করে খুব সহজেই ওয়ার্ডপ্রেসে এসইও করা সম্ভব ।

এসইও এর জন্য ফ্রি ওয়ার্ডপ্রেস প্লাগইন

১. ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন (Yoast) ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন সবচেয়ে বেশী ব্যবহৃত ওয়ার্ডপ্রেস প্লাগিন। ২০১৫ সালে ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন সবচেয়ে বেশী রেটিং এবং এক্টিভ ইনস্টলের তালিকায় শীর্ষে রয়েছে।
এই প্লাগিনের অসংখ্য ফিচারের মধ্যে রয়েছে
২. All in one SEO pack প্লাগিন ওয়ার্ডপ্রেস সাইটে এসইও এর জন্য আর একটি অনন্য প্লাগিন। স্বয়ংক্রিয়ভাবে মেটা ট্যাগ ও টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। আপনি যদি একই কন্টেন্টের পুনরাবৃত্তি করতে না চান তবে এই প্লাগিনটি ব্যবহার করতে পারেন । ওয়ার্ডপ্রেস ইকর্মাস সাইটের জন্য এই প্লাগিনটি অনন্য।

এর অনন্য ফিচাগুলোর মধ্যে রয়েছে

ডাউনলোড লিংক : All in One SEO Pack Plugin
৩. এসইও আল্টিমেট আপনার সম্পুর্ণ সাইটকে এসইও বান্ধব করার জন্য এসইও আল্টিমেট ওয়ার্ডপ্রেস প্লাগইনসটি ব্যবহার করতে পারেন । এসইও আল্টিমেটের নতুন অনেক ফিচার যেমন ৪০৪ ত্রুটি খুজে বের করা, পার্মালিংকের গঠন ঠিক করা ইত্যাদি।

এসইও আল্টিমেটের ফিচার সমুহ

ডাউনলোড লিংক: SEO Ultimate Plugin
Add Meta Tag প্লাগিন আপনি যদি আপনার সাইটকে সার্চ ইঞ্জিন বান্ধব করতে চান তবে আপনাকে মেটা ট্যাগ ও অপেন গ্রাফ ট্যাগ যুক্ত করতে হবে । এই প্লাগিনটি আপনার সেই কাজটিকে সহজ করে দিবে । এর মুল ফিচারের মধ্যে রয়েছে পেজে ও পোষ্ট এ মেটা ট্যাগ যুক্ত করা, কিওয়ার্ড যুক্ত করা ইত্যাদি ।

ফিচার

ডাউনলোড লিংক: Add Meta Tags
প্লাটিনাম এসইও প্যাক একের মধ্যে সবকিছু পাওয়ার জন্য প্লাটিনাম এসইও প্যাক অনন্য। কোন পোষ্টকে ইনডেক্স বা ইনডেক্স বহির্ভুত করা, নো ফলো বা ডু ফলো ইত্যাদি ট্যাগ যুক্ত করার জন্য প্লাটিনাম এসইও প্যাক ব্যবহার করা যেতে পারে।

ফিচার

ডাউনলোড লিংক: Platinum SEO Pack

সর্বশেষ কিছু কথা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে অসংখ্য প্লাগিন আছে যা সম্পুর্ণ ফ্রি। আপনার জন্য যে প্লাগিনটি উপযোগী সেই প্লাগিনটি ব্যবহার করুন। ওয়ার্ডপ্রেস এসইও এর জন্য সকল প্লাগিন বা একাধিক প্লাগিন ব্যবহার করবেন না । কারণ তা একই ট্যাগ বার সৃষ্টি করবে । আপনি যদি নতুন বা সিদ্ধান্তহীনতায় ভুগেন কোন প্লাগিনটি ব্যবহার করবেন তবে উপরের সেরা ৫ টি প্লাগিন থেকে যে কোন একটি পছন্দ করতে পারেন।

আমাদের পেজ  Learning Outsourcing & Web Development Center

01871454150

Exit mobile version