এখন আপনার চ্যানেলে আপনার ভিডিওর ওপর স্ক্রিনে আপনার দেওয়া লিংক অথবা ভিডিও অথবা চ্যানেল সাজেস্ট করবে।
Jem
সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন।
আজ আপনাদের সামনে নতুন একটি বিষয় তুলে ধরতে যাচ্ছি। সেটা হল আমরা অনেকেই দেখি অনেকের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখার শেষে আরো ভিডিও সেই ভিডিওর ওপর দেখা যায় অথবা কোন লিংক দেয়া থাকে। এই রকম
এখন আপনিও পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি স্ক্রিনশট দিচ্ছি আপনারা সেটা দেখে দেখে কাজ করেন।
প্রথমে ব্রাউজারে ঢুকুন তার পর
তার পরে আপনার ভিডিও ম্যানেজার এ যান। এই লিংক এ গেলেই হবে এইখানে
তার পর আপনি যে ভিডিওতে উক্ত সিস্টেম চালু করতে চান সেই ভিডিওতে ক্লিক করেন।
তার পর স্ক্রিনশট ফলো করেন।
তার পর Use template এ যান।
তার পর আপনার যে টেমপ্লেট টা পছন্দ হয় সেটা ক্লিক করেন। আমি করেছি আমার ভিডিও শেষ হওয়ার পর আরো চারটি ভিডিও সেখানে সাজেস্ট হিসাবে থাকবে।
তার পর নিচে Select এ ক্লিক করেন। তার পর উপরে ডান দিকে দেখবেন এমন দেখা যাচ্ছে। এখান থেকে এক এক করে চারটি ভিডিও (আপনি যে চারটি ভিডিও ওই ভিডিওর পরে দিতে চান সেগুলা অথবা আপনি যে টেমপ্লেট সিলেক্ট করেছেন সে অনুযায়ী কাজ করেন) সিলেক্ট করেন। তার পর নিচে সেভ করেন।
তার পর উপরে ডান দিকে দেখেন আবার সেভ করেন।
ওকে আমাদের কাজ শেষ।
এখন আপনার পূর্বের ভিডিও টি দেখুন।
সবাইকে ধন্যবাদ। কোন সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই Juwel28চ্যানেলে ঘুরে আসার আমন্ত্রন রইল