আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?
যদি আপনি নতুন ইউটিউবার হন তাহলে এই টিউনটি শুধুমাত্র আপনার জন্য।
আমারা যখন ইউটিউবে নতুন চ্যানেল খুলি তখন একটা কমন সমস্যায় পরি সেটা হচ্ছে আমরা ভিডিও আপ্লোড দেওয়ার পর সেটাকে র্যাংক করাতে পারি না যার ফলে আমরা ভিডিওতে ভিউ পাই না।
আজ আমি আপনাদের এই ব্যাপারে কিছু পরামর্শ দেব আপনি যদি সেগুলো ফলো করেন তাহলে ইনশাল্লাহ ইউটিউবে আপনার ভিডিও র্যাংক করাতে পারবেন, আর ভিডিও র্যাংক মানেই ভিউ।
কিওয়ার্ড:
আপনি যখন কোন ভিডিও আপ্লোড দিবেন তখন আপনার টাইটেল দিয়ে ইউটিউবে সার্চ করে নিন এবং দেখুন কতগুলো রেসাল্ট আছে ওই সার্চে।
ধরুন আপনি ভিডিও আপ্লোড দিবে How to activate windows 10 সম্পর্কে, তাহলে এই টাইটেল দিয়ে একবার ইউটিউবে সার্চ করুন
দেখুন এই সার্চে ২,৯৬০,০০০ টি রেসাল্ট শো করছে। তার মানে আপনি যদি এই টাইটেল দিয়ে ভিডিও আপ্লোড দেন তাহলে আপনার র্যাংক করানো কষ্টসাধ্য হয়ে পড়বে।
দেখুন অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করছে। যে কোন একটাতে ক্লিক করুন
(আমি প্রথমটাতে ক্লিক করেছি)
এবার রেসাল্ট দেখুন ৩৫০,০০০। একটু ভাবুন রেসাল্ট কত কমে এসেছে ২,৯৬০,০০০ থেকে মাত্র ৩৫০,০০০।
এবাবে টাইটেলের সাথে আরো কিছু যোগ করুন ধরুন ২০১৭,২০১৬ ইত্যাদি।
এভাবে লং কিওয়ার্ড সিলেক্ট করুন।
এভাবে দেখবেন সার্চ রেসাল্ট অনেক করে এসেছে। এভাবে আপনি সার্চ রেসাল্ট ৫০,০০০ এর মধ্যে নিয়ে আসুন।
এখন যদি আপনি ঠিকঠাক মত ভিডিও ট্যাগ, টাইটেল দিয়ে ভিডিও আপ্লোড করেন তাহলে অল্প সময়ের মধ্যেই আপনার ভিডিও র্যাংক করবে ( আমি নিজেও একই পদ্ধতি ব্যাবহার করি। আমি প্রথম দিনেই সার্চ পজিশন ৫ এ চলে এসেছিলাম)
এবং সর্বশেষ কথা ভিডিও বেশি বেশি শেয়ার করতে থাকুন।
পোস্টটি বুঝতে অসুবিধা হলে ভিডিওটি দেখে আসতে পারেন.
ধন্যাবাদ, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
ভাল থাকবেন ট্রিকবিডির সাথেই থাকবেন।
ফেইসবুকে আমি Samin Sadat