গুরুত্বপূর্ণ ৫০ টি Search Engine Optimization (SEO) Tools
Cyber_Prince
Search Engine Optimization (SEO) সব থেকে বেশী ভূমিকা রাখে একটি সাইটের ক্ষেত্রে। যদি আপনার SEO রেজাল্ট করতে চান তবে এদিকে নজর দেওয়া বেশী জরুরী।
SEO Tools নিয়ে যদি কাজ করতে চান তবে আর্টিকেল টি আপনার জন্য।ওয়েবসাইটের ট্রাফিক পাওয়ার জন্য মূল হাতিয়ার হলো Search Engine Optimization.
ধরুন আপনি একটি ওয়েব সাইট বানিয়েছেন এবং আপনি তা সবার মাঝে ছড়িয়ে দিতে চান তখন আপনি নিশ্চই তা ফেসবুক ,টুইটার ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করে থাকেন আর তখন আপনার শেয়ার করা জিনিসটি যার ভালো লাগে সে এসে ঘুরে যায় আর এতে আপনি কিছু ভিজিটর পান।
আর আপনি যদি SEO করেন তবে আপনার সাইটে থাকা কন্টেন্ট গুলো যদি কেউ সার্চ ইঞ্জিনে সার্চ করে তবে আপনার সাইট টি সার্চ ইঞ্জিনগুলো তাদের সামনে তুলে ধরবে এতে আপনি পেতে পারেন ভালো পরিমানের ট্রাফিক মানে ভিজিটর।
আপনার সাইটে অসংখ্য ভিজিটর পেতে হলে SEO সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ভালো মানের কন্টেন্ট থাকতে হবে।
SEO Tools আপনার কাজ গুলোকে সহজ করে দেয়। যদি আপনি SEO নিয়ে রিসার্চ করতে চান তবে দেখতে থাকুন পুরো আর্টিকেল টি।
Backlink তৈরী করার জন্য High Rank এর সাইট টার্গেট করতে হয়। আর এই Backlink অন্য সাইট থেকে আপনার সাইটে ভিজিটর আনতে সহায়তা করে। আপনি যদি Backlink তৈরী করা সম্পর্কে না জানেন তবে আপনি SEO Tools এর Auto Backlink Maker ব্যবহার করতে পারেন।
সাইটের জন্য Robot.txt যদি তৈরী করতে না পারেন তবে এটা আপনার জন্য। Robot.txt এর মাধ্যমে আপনি সার্চ ইঞ্জিন গুলোর Bot Search Performance নিয়ন্ত্রন করতে পারবেন।
অনেক সময় দেখা যায় সাইট টি নিরাপদ নয় এরকম ম্যাসেজ আসে। আর তা অনেক কারনেই হতে পারে। তবে আপনার সাইট Safe কিনা তা জানতে ব্যবহার করতে পারেন গুগলের এই Tools.