আমরা যারা এই লেখাটি পড়ছি তারা কোন না কোন ভাবে গুগল এডসেন্স এর সাথে যুক্ত এবং এডসেন্স থেকে টুক টাক রোজগার করার চেষ্টা করছেন ৷ আমাদের রোজগার অনেকটা নির্ভর করে CPC অর্থাৎ (Cost Per Click) এর উপর ৷ যে যতটা CPC রেট বেশি পায় তার রোজগার তত বেশি হয়ে থাকে ৷ তবে আমাদের বাংলাদেশে CPC রেট একদমই কম ৷
যাদের চ্যানেলে ইউটিউব মনিটাইজেশন আসে তারাই একমাত্র বুঝতে পারবে এই ব্যাপারটি
যে তাদের রোজগার কটটা কম হয়ে থাকে ৷ অবশ্য যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের একটু রোজগার বেশি হয়ে থাকে বাংলাদেশ থেকে ইউটিউব এর তুলনায় ৷
আমাদের দরিদ্র দেশ এবং এড কোম্পানিগুলো কম টাকা অর্থাৎ কম CPC রেট দেওয়ার কারনে এই সমস্যাটার সম্মুখীন আমরা হয়ে থাকি ৷ তবে আজ আমরা এই কম CPC রেট এর ভিতর থেকে বাংলাদেশের পেক্ষাপটে কিছু High CPC রেট keywords সম্পর্কে জানানোর চেষ্টা করব ৷ এমনিতে বাংলাদেশের এড কোম্পানি গুলো CPC রেট দিয়ে থাকে $0.01 থেকে $0.03 মার্কিন ডলার ৷ অর্থাৎ 1 সেন্ট থেকে 3 সেন্ট কপাল ভালো থাকলে 4 বা 5 সেন্ট পাওয়া যায় ৷
তবে আজ আমি এমন কিছু High Cpc Keywords সম্পর্কে আপনাদের জানানোর চেস্টা করব ৷ যা নিয়ে কাজ করলে বাংলাদেশের পেক্ষাপটে আপনি CPC রেট মোটামোটি ভালোই পাবেন ৷ তবে আমেরিকা ও ইউরোপের মতো হাইফাই কোন CPC রেট পাবেন না তবে বাংলাদেশের তুলনায় আনেক বেশিই পাবেন ৷ তো চলুন জেনে নেওয়া যাক Keywords গুলি ৷
Top 10 highest paid Adsense keywords for 2021 in bangladesh (by industry / niche):
1. Insurance (বীমা)
Insurance cpc rate in bangladesh ৷ বাংলাদেশে এই keyword নিয়ে খুব কম মানুষই কাজ করে থাকে ৷ কারন এই keyword টিতে একটু কম সার্চ ভলিউম হয়ে থাকে ৷তবে এই কীওয়ার্ডটি অনেক দামি এবং ডিমান্ডেবল হয়ে থাকে ৷ বাংলাদেশ থেকে এই keyword টি নিয়ে কাজ করলে আপনি মোটামোটি ভালো পরিমান CPC রেট পাবেন ৷
বাংলাদেশ থেকে Insurance নিয়ে কাজ করলে Youtube এ CPC রেট পাবেন আনুমানিক $0.04 মার্কিন ডলার – $0.10 মার্কিন ডলার ৷ আবার অনেক সময় আপনি $0.15 মার্কিন ডলার থেকে বেশি পেতে পারেন ৷ আর যদি Website বা Blogger এ এই keyword নিয়ে কাজ করেন তাহলে Youtube থেকে কম করে হলেও 1.5 গুন থেকে 2 গুন বেশি CPC রেট পাবেন ৷
2. Loans (লোন)
loans cpc rates in bangladesh ৷ বাংলাদেশে লোন কোম্পানি গুলো ভালো পরিমান CPC রেট দিয়ে থাকে ৷ তারা ভালো পরিমাণ এড চালায় এবং এডগুলোর দাম মোটামোটি ভালোয়
দিয়ে থাকেন ৷ বাংলাদেশ থেকে Youtube এ loan keyword এর উপরে আনুমানিক $0.03 মার্কিন ডলার – $0.08 মার্কিন ডলার পর্যন্ত CPC রেট পাওয়া যায় ৷ আর Website বা Blogger
এ এই keyword নিয়ে কাজ করেন তাহলে Youtube থেকে কম করে হলেও 2 গুন বেশি CPC রেট পাবেন ৷
3. Gas/Electricity (গ্যাস / বিদ্যুৎ)
Gas and Electricity cpc in bangladesh ৷ বাংলাদেশে গ্যাস কোম্পানি গুলো এখন তাদের জনপ্রিয়তা এবং মার্কেট বাড়ানোর জন্য এড দিয়ে থাকে ৷ এবং এই সকল এড গুলি তারা
তাদের keyword এর উপর প্রচুর অর্থ খরচ করছে ৷ তাই আপনি ইচ্ছা করলে keyword টি নিয়ে কাজ করতে পারেন ৷ ঠিক একই কথা খাটে Electricity বা বিদ্যুৎ keyword টির উপর ৷
বাংলাদেশ থেকে Youtube এ Gas/Electricity keyword এর উপরে আনুমানিক $0.04 মার্কিন ডলার – $0.10 মার্কিন ডলার পর্যন্ত CPC রেট পাওয়া যায় ৷ আর Website বা Blogger
এ এই keyword নিয়ে কাজ করলে আপনি খুব সহজেই $0.10 মার্কিন ডলার এর উপরে CPC রেট পেয়ে যাবেন ৷
4. Treatment (চিকিৎসা)
Treatment cpc rate in bangladesh ৷ বর্তমান সময়ে চিকিৎসা জরুরী একটি বিষয় ৷ বিভিন্ন হসপিটাল এবং ওষুধ কোম্পানি তাদের মার্কেটিংয়ের জন্য প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে ৷ তবে তবে এসব এডগুলো আপনি শুধুমাত্র হেলথ ক্যাটাগরিতেই পাবেন ৷ health category মধ্যে চিকিৎসা অন্যতম ৷ অবশ্য এই ক্যাটাগরিতে আগের সার্চ ভলিউম কম ছিল কিন্তু বর্তমানে এই ক্যাটাগরির সার্চ ভলিয়ম কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ অর্থাৎ আপনি ভালো CPC রেট এর সাথে ভালো পরিমাণ ট্রাফিকও পাবেন ৷
এই কী-ওয়ার্ড নিয়ে কাজ করলে আপনি মোটামুটি বাংলাদেশ থেকে $0.08 মার্কিন ডলার থেকে বেশি CPC রেট পাবেন ৷ কিন্তু অনেক সময় এটা কমতে পারে আবার অনেক উপরে চলে যেতে পারে সবকিছু মার্কেটের উপর নির্ভর করবে ৷ আশা করা যায় ভবিষ্যতে এই কী-ওয়ার্ডটির চাহিদা আরো বাড়বে ৷ এবং আরো বেশি আয় করা সম্ভব হবে ৷
5. Lawyer (আইনজীবী)
Lawyer cpc rate in bangladesh ৷ বর্তমানে আমাদের দেশে আইনজীবীর কাজ অনেকাংশে বেড়ে গেছে ৷ বর্তমানে অনেক আইনজীবী তাদের কাজের বিবরণ দিয়ে এড দিয়ে থাকে ৷ আর এই সকল Ads প্রচুর দামী হয়ে থাকে ৷ বাংলাদেশ থেকে আপনি এই কিবোর্ডে কাজ করলে মোটামুটি $0.07 মার্কিন ডলার এর ওপরে CPC রেট পাবেন ৷ এবং ওয়েবসাইটে এ বিষয়ে কাজ করলে আপনি আরো বেশি CPC রেট পাবেন ৷
6. Software (সফটওয়্যার)
Software cpc rate in bangladesh ৷ বর্তমানে বাংলাদেশে এই কীওয়ার্ডটি অনেক জনপ্রিয় এবং ডিমান্ডেবল একটি কীওয়ার্ড ৷ কারণ এর সার্চ ভলিউম প্রচুর এবং বাংলাদেশে প্রচুর সফটওয়্যার কোম্পানি তৈরি হয়ে গেছে যে কারণে এরা প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে আর এগুলোর দাম মোটামুটি ভালই হয়ে থাকে ৷ আপনি যদি মোবাইল সফটওয়্যার বা কম্পিউটার সফটওয়্যার নিয়ে কাজ করেন ৷
তাহলে আপনি মোটামুটি ভালো পরিমাণ CPC রেট পাবেন ৷ বাংলাদেশ থেকে আপনি Software কীওয়ার্ড নিয়ে কাজ করলে $0.03 মার্কিন ডলার – $0.25 মার্কিন ডলার পর্যন্ত CPC রেট পাবেন ৷ এবং এর প্রচুর ট্রাফিক থাকার কারণে এই category টি আমার সবচেয়ে পছন্দের ৷
7. Classes (ক্লাস)
Classes cpc rate in bangladesh ৷ বর্তমানে অনলাইন ক্লাস আমাদের প্রয়োজন একটি জিনিস হয়ে গেছে ৷ অনেক অনলাইন ক্লাস কোম্পানি আছে যারা তাদের সফটওয়্যারকে মার্কেটিং করার জন্য প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে ৷ অবশ্য বাংলাদেশে এখন এটার এতটাও প্রভাব বিস্তার ঘটে নি ৷ তবে দিনে দিনে এর প্রয়োজনীয়তা আকাশচুম্বী হচ্ছে ৷
অনেক সময় অনেকে কিছু জানার জন্য অনলাইন ভিত্তিক ক্লাস করে থাকে আর এদেরই টার্গেট হবে ঐ সকল কোম্পানিদের ৷ এই কী-ওয়ার্ড এ বাংলাদেশ থেকে এখন প্রচুর পরিমাণে এড রেট পাওয়া যাচ্ছে ৷ যেমন :- Google Meet Classroom একটি keyword যার বাংলাদেশে CPC রেট অবাক করা – $0.16 মার্কিন ডলার – $1,000 মার্কিন ডলার যা আসলেই অবিশ্বাস্য ৷
8. Degree (ডিগ্রি)
Degree cpc rate in bangladesh ৷ বর্তমান পেক্ষাপটে পড়ালেখা অর্থাৎ একটি ডিগ্রি অনেক প্রয়োজনীয় বিষয় ৷ যোগ্যতা যাচাই এবং চাকরির ক্ষেত্রে এসকল ডিগ্রি প্রয়োজনীয়তা অপরিসীম ৷ আমাদের দেশে নানা ধরণের ডিগ্রি রয়েছে যেমন :-mba,phd,bsc,mpa,bba,bachelor degree,mph,masters,llb,bsc nursing,juris doctor,আবার অনেকে online mba ও করে থাকেন ৷ এ ছাড়াও বাংলাদেশে আরও অনেক ডিগ্রি রয়েছে ৷ অর্থাৎ এই keyword নিয়ে কাজ করলে আপনি ভালো পরিমাণ ট্রাফিকের সাথে ভালো পরিমাণ CPC রেট পাবেন ৷ উদাহরণ সরূপ –
quantic mba তে বাংলাদেশ থেকে CPC রেট পাওয়া যাবে $1.98 মার্কিন ডলার – $6.00 মার্কিন ডলার প্রতি ক্লিকে ৷
9. Trading (লেনদেন)
Trading cpc rate in bangladesh ৷ বাংলাদেশের অনলাইন মার্কেটে ধিরে ধিরে Trading বাড়ছে ৷ এবং এর মাধ্যমে অনেকেই তাদের জীবন নির্বাহ করছে ৷ এখানে টাকা পয়সা Trading বা লেনদেন এর মাধ্যমে তার ভ্যালুকে বাড়িয়ে তোলা হয় ৷ অবশ্য বাংলাদেশ এটা এখনো খুব কম পরিমাণে হয়ে থাকে যে কারণে কম্পিটিশন অনেক কম ৷ অর্থাৎ আপনি যদি এই Trading নিয়ে কাজ করেন তাহলে মোটামুটি আপনার রোজগার অর্থাৎ CPC রেট থাকবে $0.8 মার্কিন ডলার এর উপরে যা কিনা বাংলাদেশের পেক্ষাপটে কম নয় ৷
যেমন এর কিছু High CPC keyword :-
হাই সিপিসি নিশ কিভাবে খুজে পাবেন দেখুন!
10. Hosting (হোস্টিং)
hosting cpc rate in bangladesh ৷ বাংলাদেশের ডোমেইন হোস্টিং এর চাহিদা দিন দিন বাড়ছে ৷ যে কারণে অনেক বড় বড় ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি তাদের মার্কেটিংয়ের জন্য প্রচুর পরিমাণে এড দিয়ে থাকে ৷ আর এইগুলো সব ডিজিটাল প্রোডাক্ট এর ভিতরে পড়ে ৷ তারা তাদের প্রডাক্টকে প্রচুর পরিমাণে মার্কেটিং করার কারণে এই মার্কেটে CPC রেট অনেক বেশি ৷ আর এখানে ad প্রচুর পাওয়া যায় ৷
অর্থাৎ আপনি যদি :-
hosting,hostinger,vps,web hosting,godaddy domain,blue hosting,hostgator domain,free vps windows এর মতো keyword নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার
CPC রেট বাংলাদেশ থেকেও হবে $0.06 মার্কিন ডলার – $1.00 মার্কিন ডলার প্রতি ক্লিকে ৷ যা বাংলাদেশ থেকে পেলে আপনার রোজগার BDT তে কম হবে না ৷
তো আজ এ পর্যন্তই.
পোস্ট টি সর্বপ্রথম ইংরেজিতে প্রকাশিতঃ আমাদের সাইটে
হাই সিপিসি কি-ওয়ার্ড নিশ দেখুনঃ আমাদের সাইটে</strong>