Site icon Trickbd.com

প্রিয় গুগল টিপস ১ – ‘গুগল টাইমার’

Unnamed

ইন্টারনেটের এই যুগে গুগল হচ্ছে আমাদের সেরা একজন বন্ধু। যেকোনো সমস্যা, যেকোনো প্রশ্নের উত্তর পেতে আজ আর আমরা বসে থাকিনা বরং গুগল করে এক সেকেন্ডেই পেয়ে যাই সকল সমস্যার সমাধান। তথ্যের ভাণ্ডার গুগল কেবল শুধু তথ্যই সাপ্লাই দেয়না বরং এটি ছোট ছোট ও মজার সব ফিচারে ভর্তি যেগুলো হয়তো আমরা জানিনা।

চলুন জেনে নিই গুগলের মজার একটি ফিচার ‘গুগল টাইমার’ সম্পর্কেঃ
১)প্রথমেই গুগলের সার্চ পেজ এ যান www.google.com
২) এখন যেকোনো একটি টাইম সেট করুন যেমন ৫ মিনিট সেট করতে timer 5 minutes লিখে এন্টার চাপুন।

৩) এখন টাইমার স্বয়ংক্রিয়ভাবে গণনা শুরু করে দিবে।

৪) এলার্ম মিউট করতে স্পিকার আইকনে ক্লিক করুন।
৫) পুরো স্ক্রীন মোডে আনতে ফ্রেম আইকনে ক্লিক করুন।
এখন ৫ মিনিট অপেক্ষা করে দেখুন কি হয়। ঠিক ৫ মিনিট পর গুগল টাইমার অ্যালার্ম দেওয়া শুরু করবে।