Site icon Trickbd.com

প্রোফাইল ব্যাকলিংক কি? কিভাবে ব্যাকলিংক করবেন!?

Unnamed

আসসালামু আলাইকুম পাঠকবৃন্দ আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকের এই আর্টিকেলটি আপনারা সবাই উপভোগ করবেন তো আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক।

প্রোফাইল ব্যাক লিংক কি প্রোফাইল ব্যাক লিংক এর প্রয়োজনীয়তা প্রোফাইল ব্যাগ লিংক কিভাবে করবেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যেগুলোতে profile back link নিলে আপনার ওয়েবসাইটের উন্নতি ঘটবে।

প্রোফাইল ব্যাকলিংক কি?

সর্বপ্রথম আমাদের জানতে হবে প্রোফাইল ব্যাক লিংক কি ইন্টারনেট জগতে প্রায় হাজার হাজার ওয়েবসাইট রয়েছে যেগুলো তে আপনি নিজের অ্যাকাউন্ট বা প্রোফাইল খুলতে পারবেন। এসব ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট এর লিংক অ্যাড করার প্রক্রিয়াই হলো প্রোফাইল ব্যাকলিংক।

উদাহরণ হিসাবে আপনার ওয়েবসাইট এর লিংক ফেসবুকে যুক্ত করানো।

প্রোফাইল ব্যাকলিংক এর সুবিধা

সাধারণ ব্যাক লিংকে আপনারা যে সকল সুবিধা পান সে সকল সুবিধা গুলো আপনারা প্রোফাইল ব্যাক লিংকেও পেয়ে থাকবেন। আপনার ডোমেইন অথরিটি বৃদ্ধি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে উন্নতি ইত্যাদি সুবিধা গুলো আপনারা পেয়ে থাকবেন।

প্রোফাইল ব্যাকলিংক করার নিয়ম

ব্যাকলিংক জগতের অন্যতম সহজ ব্যাকলিংক হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক তৈরি করা। তবু কিছু নিয়ম সঠিকভাবে মেনে চলা উচিত ভালো ফলাফল পেতে হলে।

কয়েকটি প্রোফাইল ব্যাকলিংক নেওয়ার ওয়েবসাইট

http://www.archilovers.com/
https://www.bookmarkinghost.info/
https://www.bookmarks2u.com/
https://www.openfaves.com/
https://www.peoplebookmarks.com/
https://www.prbookmarks.com/
https://www.sudobusiness.com/
http://www.appfutura.com/
http://www.app.bitly.com/
https://www.arduino.cc/
http://www.artmight.com/
http://www.artstation.com/
http://www.authorstream.com/

http://www.bagtheweb.com/
http://www.bibsonomy.org/

নিয়মিত সকল আপডেট চাকরির খবর, টেকনোলজি ও শিক্ষামূলক পোস্ট পড়ুন ম্যাগাজিন বিডিতে।

আরো পড়ুনঃ How To Create a Fake NID Card (Facebook and Social Media Verification)

আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

Exit mobile version