২০১৭ সাল থেকে র্যানসমওয়্যারের প্রকোপ বেড়েছে বহু গুনে, হাসপাতাল, সিটি কাউন্সিল, স্টেট গভরমেণ্ট বিশ্ববিদ্যালয়, বড় বেসরকারি প্রতিষ্ঠান (ফেডেক্স, হিটাচি, হোন্ডা, টিসিএমসি) সিস্টেম এবং ডাটাবেজ নষ্ট করে ফেলেছে এই ম্যালওয়্যার।
ক্ষতি প্রায় একাধিক বিলিয়ন ডলারের। এই মহামারি সাইবার হামলা থেকে ইন্ডাস্ট্রি এবং সাধারণ মানুষদের সুরক্ষা দিতে যে কোম্পানি গুলো এগিয়ে আসে তাদের মধ্যে Emsisoft এক নম্বরে আছে।
Emsisoft এ আছে ডুয়েল প্রটেকশন ইঞ্জিন, Emsisoft (A) ইঞ্জিন এবং Bitdefender (B) ইঞ্জিন এই দুই সিস্টেম মিলে সকল ভাইরাস, ম্যালওয়্যার থেকে আপনাকে রাখবে সুরক্ষিত। এই দুই ইঞ্জিন আপনার ফাইলকে আরো ১০০+ এন্টিভাইরাস সফটওয়ার ডাটাবেসের সাথে চেক করে।
? কি কি সিকিউরিটি প্রডাক্ট আছে “Emsisoft” এর?
? Emsisoft Anti Malware Home
? Emsisoft Anti Malware Business Security
? Emsisoft Anti Malware Enterprise Security
? এটা কি আমার এন্টিভাইরাস / ইন্টারনেট সিকিউরিটি রিপ্লেস করতে পারবে?
– অবশ্যই পারবে, Emsisoft Anti-Malware একটি সম্পূর্ণ সিকিউরিটি সমাধান যা কম্পিউটার বা ইন্টারনেটে লুকিয়ে থাকা সমস্ত ধরণের হুমকির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
?️ কি কি প্রটেকশন দেয় ?
– ১ মিনিটের ও কম সময়ে ম্যালওয়্যার স্ক্যান করে, ভাইরাস মুছে ফেলে এবং সংক্রমণ করা ফাইল আলাদা করে রাখে। এটি এন্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি, ওয়েব সিকিউরিটি এবং ফায়ারওয়াল হিসাবে কাজ করবে এবং আপনার কম্পিউটার নিরাপদ রাখবে।
⚔️ প্রটেকশন কেমন ?
– Emsisoft Anti-Malware এ আছে Anti-Ransomware ( র্যানসমওয়্যার প্রটেকশন ) সহ ৪ লেয়ারের সুরক্ষা ব্যবস্থা
Behavior Blocker ( প্রতিটি সফটওয়্যার এর গতিবিধির উপর নজর রাখে )
File Guard ( কম্পিউটারের ফাইল মোডিফিকেশন চেক করে এবং ফাইলকে র্যানসমওয়্যার থেকে নিরাপদ রাখে )
Web Protection ( অনলাইনের নিরাপত্তা দেয় )
Anti-Phishing ( ফিশিং সাইট ব্লক করে আপনাকে নিরাপদে রাখে )
✂️ কেন এটিকে “এন্টি-ম্যালওয়্যার” বলা হয় “অ্যান্টি-ভাইরাস” বা “ইন্টারনেট সিকিউরিটি” বলা হয় না?
– ২০১৬ তে আমাদের ল্যাব (Emsisoft) গবেষণা করে বের করেছে মাত্র ০৫% থ্রেট/হুমকি আসে ক্লাসিক ভাইরাস থেকে। তাই আমাদের পণ্যটিকে “অ্যান্টি-ভাইরাস” বললে ভুল হবে। আমরা পারফেকশনিস্ট তাই আমরা সকল ধরণের অনলাইন হুমকির জন্য “ম্যালওয়্যার” শব্দটি ব্যবহার করতে বেছে নিয়েছি।
?️ এটি চালাতে আমার সিস্টেম রিকোয়েরমেন্ট কি হতে হবে?
– মূলত যে কোনও পিসি যা উইন্ডোজ 8,10, 11 চালাতে সক্ষম তাতেই আপনি Emsisoft Anti-Malware চালাতে পারবেন।
? পিসি স্লো হবে কি না ?
– Emsisoft Anti-Malware লাইটওয়েট সিকিউরিটি সফটওয়্যার এবং এটিতে আলাদা মেমোরি (র্যাম) অপ্টিমাইজার আছে কম রিসোর্স ব্যবহার করার জন্য।
?️ কেন Emsisoft anti-malware অন্য সব সিকিউরিটি সফটওয়্যার থেকে ভালো ?
সর্বনিন্ম র্যাম এবং সর্বনিন্ম সিপিউ ব্যবহার করে, এক কথায় সুপার লাইটওয়েট ।
এতে আছে ডুয়াল স্ক্যানার ইঞ্জিন একটি “বিটডিফেন্ডার ইঞ্জিন” আরেকটি এমসিসফ্টের নিজস্ব ।
Basic Remote Management via my Emsisoft ( আপনার একাউন্ট থেকে অনলাইনে Emsisoft নিয়ন্ত্রন করতে পারবেন ) ।
৪ লেয়ারের সুরক্ষা ব্যবস্থা ।
প্রতি ঘন্টা আপডেট: প্রতিদিন 300,000 নতুন হুমকির বিরুদ্ধে কাজ করে ।
সরাসরি কাস্টমার সাপোর্টের ব্যবস্থা।
? সব বুঝলাম কিন্তু এটির দাম এত কম কেন?
– Emsisoft Anti-Malware Home এর অফিশিয়ার দাম US $19.99 বা ১৭৪০ টাকা। বাংলাদেশের জন্য দাম ১০৯৯ টাকা। ঈদ এবং ক্লিয়ারেন্স সেল হিসাবে এই অফারটি দেওয়া হয়েছে। যেটা সারা জীবনে একবারই দেওয়া হবে বলা হচ্ছে।
?️ আমি কি লাইসেন্স কিনে জমা রাখতে পারবো?
– না, এটি সীমিত সময়ের জন্য অফার প্রাইসে দেওয়া হচ্ছে, তাই কেনার ১৫ দিনের মাঝে আপনাকে এক্টিভেট করতে হবে।
স্টক সীমিত তাই প্রয়োজন থাকলে দ্রুত অর্ডার করুন।
অর্ডার করতে এখনই ভিজিট করুন Order Now