Site icon Trickbd.com

“নেপালের রাজধানী নেপচুন”!!! এটাও কি সম্ভব? সম্ভব আমাদের এ+ পাওয়ার স্টুডেন্টদের দারা । আজব এ+!!!

Unnamed

একটা ভিডিও দেখলাম। মাছরাঙা টিভির একজন
সাংবাদিক কথা বলছিল এস.এস.সি পরীক্ষায় GPA 5
পাওয়া স্টুডেন্টদের সাথে।

সাংবাদিকঃ GPA এর পূর্ণরূপ কি?
ছাত্রঃ great point
সাংবাদিকঃ SSC এর পূর্ণরূপ কি?
ছাত্রঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট।
সাংবাদিকঃ অনুবাদ করো- আমি জিপিএ-৫
পেয়েছি।
ছাত্রঃ I am GPA 5.
সাংবাদিকঃ শহীদ মিনার কোথায়?
ছাত্রঃ সরি জানিনা।

সাংবাদিকঃ অপারেশন সার্চ লাইট কি?
ছাত্রঃ অপারেশন করার সময় যে লাইট ব্যবহার
করে।

সাংবাদিকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
ছাত্রঃ জানিনা।
সাংবাদিকঃ স্বাধীনতা দিবস কত তারিখ?
ছাত্রঃ ২৬শে ডিসেম্বর।


সাংবাদিকঃ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি
সেক্টরে ভাগ করা হয়েছিল?
ছাত্রঃ ৯টি।

সাংবাদিকঃ নেপালের রাজধানীর নাম কি?
ছাত্রঃ নেপচুন

সাংবাদিকঃ পিথাগোরাস কে ছিলেন?
ছাত্রঃ উপন্যাসিক।

২০০১ সালে জিপিএ-৫ পেয়েছিল সারা
বাংলাদেশে ৭৬ জন। ২০১৬ সালে সেটি বেড়ে
দাঁড়িয়েছে ১ লক্ষ ১০ হাজারের বেশী!

ভাগ্যিস যাদের প্রশ্ন করা হয়েছে তাদের বাপের
নাম জিজ্ঞেস করা হয় নাই। জিজ্ঞেস করলে
হয়তো
বলত- সরি এটি আমার সিলেবাসে নাই!

যাইহোক উপরোক্ত জোকস গুলো সরি
কথোপকথন
থেকে এটা স্পষ্ট যে- উর্ধগতির বাজারে GPA-5
টাই
একটু সস্তা।

এরপরেও শিক্ষামন্ত্রী বলেন, আগের তুলনায়
শিক্ষার মান এখন অনেক উন্নত।
শিক্ষামন্ত্রীর এই কথা যদি সানি লিওন শোনে
তাহলে সেও বলতে পারে- ‘আমি ভার্জিন’

নেপালের রাজধানী নেপচুন-জিপিএ ৫ পাওয়া ছাত্র
ছাত্রীদের একি অবস্থা! সম্পূর্ণ ভিডিও টা দেখুন
এবং সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ..

বিশ্বাস করা কঠিন যে এইসব ছাত্র ছাত্রী জিপিএ ৫
পেয়েছে! এই যদি হয় প্রকৃত চিত্র সামনে
ভয়াবহ দিন অপেক্ষা করছে আমাদের দেশ ও
জাতির জন্য।

See Video

» টাকা ছারাই জিপিতে 1 জিবি ফ্রি ফেসবুক!!
(স্ক্রিনশর্ট সহ)