২০১৭ সালের এসএসসি ও সমমানের
ফলাফল প্রকাশিত হয়েছে ৪ মে
বৃহস্পতিবার দুপুরে । আশা করি
আপনাদের ফলাফল প্রত্যাশানুযায়ী
ভাল হয়েছে। তারপরেও কারও
কারও রেজাল্ট যদি আশানুরূপ না
এসে থাকে তাহলে থাকছে
ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ।
৫ মে থেকে ১১ মে পর্যন্ত ফল
পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা
যাবে।
এজন্য শুধুমাত্র টেলিটক মোবাইলে
ম্যাসেজ অপশনে গিয়ে RSC লিখে
স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের
নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস
দিয়ে রোল নম্বর লিখে স্পেস
দিয়ে বিষয় কোড লিখে সেন্ড
প্রতিটি বিষয় এবং প্রতিটি পত্রের
জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য
হবে।
আবেদন ফি বাবদ কত টাকা কেটে
নেওয়া হবে তা জানিয়ে ফিরতি
SMS এ আপনাকে একটি পিন নাম্বার
প্রদান করা হবে। আবেদনে সম্মত
থাকলে ম্যাসেজ অপশনে গিয়ে RSC
লিখে স্পেস দিয়ে YES লিখে
স্পেস দিয়ে পিন নাম্বার লিখে
স্পেস দিয়ে কন্টাক্ট নম্বর (অর্থাৎ
আপনার সাথে যোগাযোগের জন্য
যেকোনো মোবাইল নম্বর) লিখে
পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।
যে সকল বিষয়ের ২টি পত্র (বাংলা,
ইংরেজি) রয়েছে সে সকল বিষয়ে
একটি সাবজেক্ট কোড (বাংলার
জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭) এর
বিপরীতে দুটি পত্রের আবেদন বলে
গণ্য হবে এবং আবেদন ফি হিসেবে
এসএমএসের মাধ্যমে একাধিক
বিষয়ের জন্য আবেদন করা যাবে। এ
ক্ষেত্রে সাবজেক্ট কোড
পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে
হবে।
এখানে নির্দেশনাটির স্ক্রিনশট
দেয়া হলঃ
প্রথম প্রকাশিতঃ- আমার সাইটে agunbd.com