Site icon Trickbd.com

SSC Result 2019|| Full Tutorial || মার্কশিট সহ রেজাল্ট দেখুন সবার আগে

Unnamed

SSC Result 2019 দেখুন এখানে

হ্যালো বন্ধুরা, আমাদের মাঝে অনেকেই এসএসসি পরীক্ষা এবার দিয়েছেন। তাই আজকে আমি দেখাব কিভাবে এসএসসির রেজাল্ট আপনি সবার আগে পাবেন।
SSC রেজাল্ট সবার আগে পাবার 3 টি স্টেপ রয়েছে।
১. ওয়েবসাইটের মাধ্যমে
২. অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে
৩. এসএমএস এর মাধ্যমে

আপনারা যদি আমার মত অলস হয়ে থাকেন। তাহলে নিচে একটা ভিডিও দিয়েছি ভিডিওটি দেখে আপনারা সম্পূর্ণ step বুঝে যেতে পারেন মাত্র 2 মিনিটে।

একি ভিডিও না দেখে নিচে চলে আসছেন। আপনি কি ভিডিও দেখতে আগ্রহী নন তাহলে নিন নিজেই পড়ে বুঝে নিন।

আপনাদের পুরো বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাকে কিছু তথ্য এখানে যোগ করা প্রয়োজন মনে হল।
বাংলাদেশে সব শিক্ষা বোর্ডে এসএসসি রেজাল্ট (SSC Result 2019) 6 মে 2019 তারিখে প্রকাশ করা হবে(আপনারা অবশ্যই যানেন)। 2019 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল এবং পেশাগত বোর্ডের অধীনে সমমানের পরীক্ষা সোমবার (1 ফেব্রুয়ারী) থেকে শুরু হয় এবং ফেব্রুয়ারীর 24 তারিখ শেষ হয়।

2019 সালের এসএসসি পরীক্ষায় 20,31,899 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
তাদের মধ্যে 10,23,217 জন ছাত্র এবং 10,08,687 জন ছাত্রী । শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ছাত্রের তুলানায় 19 হাজার বেশি ছাত্রী পরীক্ষায় অংশ্রহন করেছে।

2019 সালের এসএসসি রেজাল্ট 13,15,002 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে । দেশের মোট 28, 119 টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী 3,143 টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, দেশের বাইরে আটটি কেন্দ্র থেকে 404 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। । আপনি সহজেই আপনার এসএসসি রেজাল্ট 2019 এবং এসএসসি বৃত্তি ফলাফল 2019পেতে পারেন তার সহজ নিয়ম আজকে আমি দেখাব।

সবচেয়ে আশ্চর্য জনক বিষয় এই যে এই প্রথমবারের মতো 7 জন অটিস্টিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থী 20 মিনিট অতিরিক্ত সময় পাবে এবং বিশেষ বাচ্চাদের (অটিস্টিক ও ডাউন সিন্ড্রোম) অতিরিক্ত 30 মিনিট থাকবে এবং তাদের সাথে মা-বাবা, শিক্ষক বা সাহায্যকারীর সাথে দেখা করার অনুমতি দেওয়া হবে।

আমি খুবই দুঃখিত এতক্ষণ আজাইরা প্যাচাল
লেখে আপনাদের বুঝানোর জন্য। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক কিভাবে আপনি রেজাল্ট দেখতে পারবেন।

১.ওয়েবসাইটের মাধ্যমে

আপনি আমি সবাই জানি রেজাল্ট প্রকাশের দিন ফলাফল সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট গুলো ওভারলোড হয়ে যায়। যার কারণে আমরা সবার আগে হাতে ফলাফল পায়না।

শিক্ষাবোর্ডের এই রেজাল্ট সঙ্ক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট ওভারলোড হলে এটি ভিজিট করতে সমস্যা হতে পারে। অর্থাৎ এখান থেকে ফল জানতে কিছুটা সময় লাগতে পারে। তবুও আপনি এখানে ক্লিক করে ফলাফল সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল জানার জন্য তথ্য সাবমিট করতে পারেন। যদি আপনার ভাগ্য ভাল হয় তাহলে আপনি সবার আগে রেজাল্ট পেতে পারেন।


( আমার পূর্ণ বিশ্বাস আছে আপনি এই ফর্ম ফিলাপ করতে পারবেন কারণ আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন)

2।এন্ড্রুয়েড অ্যাপের মাধ্যমে
যদিও রেজাল্ট বিষয়ক ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে কোন তফাৎ দেখি না। তবুও অ্যান্ড্রয়েড অ্যাপে তথ্য সাবমিট করতে একটু সুবিধা হয়। যারা একেবারে নরমাল বা কিছু বোঝেনা তাদের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ একটি সহায়ক সাহায্যকারি হিসেবে কাজ করে।
তাই দ্রুত ও সহজে মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারেন। আপনি যদি এন্ড্রয়েড App এর মাধ্যমে রেজাল্ট জানতে চান তাহলে এখানে ক্লিক করে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন।


৩.এসএমএসের মাধ্যমে রেজাল্ট
আমার মনে হয় ফলাফল প্রকাশের দিন এসএমএসের মাধ্যমে রেজাল্ট পাওয়ার জন্য আবেদন করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ মাত্র 2 টাকা খরচ করে আপনি খুব সহজেই বসে থেকে sms-এর মাধ্যমে রেজাল্ট পেতে পারেন। তবে হ্যাঁ এসএমএসের মাধ্যমে আপনি ফুল মার্কশিট পাবেন না। রেজাল্ট এর মার্কশীট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ওয়েবসাইটে যেতে হবে।
আপনি কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট নিবেন তা নিম্নে দেওয়া হলো।
এজন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ ২০১৯) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
যেমন: SSC RAJ 123456 2019 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

এসএসসি সমমানের মাদ্রাসা বোর্ডের (দাখিল পরীক্ষার) ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ ২০১৯) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
যেমন:Dhakil MAD 123456 2019 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

কারিগরি বোর্ডের জন্য SSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ ২০১৯) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
SSC TEC 123456 2019 লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

আমার মনে হয় না এত কিছু বুঝিয়ে দেওয়ার পরেও আপনাদের কোন সমস্যা হবে। আর যদি সমস্যা হয়েই থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।

Bangladesh Education Board Code Name:

DHA = Dhaka Board
BAR = Barisal Board
SYL = Sylhet Board
COM = Comilla Board
CHI= Chittagong Board
RAJ = Rajshahi Board
JES = Jessore   Board
DIN = Dinajpur Board
MAD = Madrasah Board

আর আমি সবচেয়ে খুশি হব যদি আমার চ্যানেলটি subscribe করে আসেন।