এসএসসি পরীক্ষা ২০১৯ এর ফলাফল
আগামী মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে (৬ তারিখে) এটি হচ্ছে সবচেয়ে প্রবণতা এবং বছরের একটি আলোচিত বিষয়। এসএসসি পরীক্ষার ফলাফল হচ্ছে বাংলাদেশের শিক্ষা বোর্ড দ্বারা প্রকাশিত সবচেয়ে বড় ফলাফল।
ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষনার পর
মোবাইলে এসএমএস এর মাধ্যমে, নিজের ইন্সটিটিউট থেকে এবং অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে পেতে পারেন। দুপুর ১২ টার পর থেকে মোবাইলে এসএমএস এবং ইন্সটিটিউট এর মাধ্যমে পেতে পারেন এবং দুপুর ২ টার পর থেকে অনলাইনে ফলাফল দেখতে পারেন। তবে তাৎক্ষণিক ভাবে শুধু ফলাফল পয়েন্ট/ গ্রেড জানতে পারবেন। বিস্তারিত মার্কশীট সহ ফলাফল বিকাল ৫ টার পর থেকে অনলাইনে ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
সুতরাং বলা যাই SSC রেজাল্ট দেখা যাবে তিনটি পদ্ধতিতে।
১) নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে
২) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
৩) অনলাইনে
আছকে আমি দুই টি পদ্ধতিতে দেখিয়ে দিবো তা হচ্ছে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ও অনলাইনে
তো শুরু করা যাক।
পদ্ধতি-১
নিছের দুই টা লিঙ্ক তে আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে।
১) LINK== এখানে ক্লিক করুন
২) LINK== এখানে ক্লিক করুন
এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন এবং নিচে সকল বোর্ড এর লিংক দিয়া হলো
১) ঢাকা বোর্ড
৪) যশোর বোর্ড
৫) বরিশাল বোর্ড
৭) সিলেট বোর্ড
পদ্ধতি-২মোবাইলে এস এম এস এর মাধ্যমে SSC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি
➳মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে
SSC একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল তারপর আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার সাল।
এরপর সর্বশেষ মেসেজটি ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।.
কিছুক্ষন পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
বোঝার সুবিধার জন্য নিচে একটি উদাহরণ দেখানো হল —SSC DIN 657579 2019
SEND TO 16222
কোনো কিছু না বুঝতে পারলে Comment করবেন।
আর পরের পোস্টে দেখানো হবে যে কি ভাবে একাদশ শ্রেণি ভতির আবেদন করবেন।
ধন্যবাদ।