আগামী কাল (রবিবার ৩১ মে) চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে যাচ্ছে। 

এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। পরে দুপুর ১১টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। 

ফেসবুক আইডি M A khair ইলেক্ট্রনিক মিডিয়ার তে লাইভ হবে

এবার SSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে।

১) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
২) অনলাইনে

নিছের দুই টা লিংক  থেকে আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে

। ১) LINK== এখানে ক্লিক করুন

২) LINK== এখানে ক্লিক করুন

নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন

১) ঢাকা বোর্ড

২) চট্টগ্রাম বোর্ড

৩) কুমিল্লা বোর্ড

৪) যশোর বোর্ড

৫) বরিশাল বোর্ড

৬) দিনাজপুর বোর্ড

৭) সিলেট বোর্ড

মোবাইলে এস এম এস এর মাধ্যমে SSC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি

➳মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC একটি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল তারপর আরও একটি স্পেস দিয়ে পরীক্ষার সাল।

এরপর সর্বশেষ মেসেজটি ১৬২২২ নম্বরে প্রেরণ করতে হবে।.

কিছুক্ষন পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

উদাহরণঃ SSC DIN 657579 2020 SEND TO 16222

একাদশ শ্রেণীর ভর্তির বিষয় নিয়ে সব ধনের পোস্ট করা হবে ট্রিকবিডি সবাই ট্রিকবিডি এর সাথে থাকেন

বিকাশ একাউন্ট আছে কিন্তু কোনো দিন বিকাশ অ্যাপ এ ঢুকেননি তাড়া ফ্রি তে ২০ টাকা নিয়ে নিন।

আমাদের একটা রুমান্টিক বিষয়ক Facebook Group আছে যেখানে সবাই Add হবেন

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম
এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন!

ধন্যবাদ।

6 thoughts on "২০২০ সালের এস এস সি পরিক্ষার রেজাল্ট অনলাইন এ দ্রুত ও সবার আগে দেখেন।"

    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      thanks
  1. M.d.Shahin Contributor says:
    Nice Post Via….!!!
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      welcome

Leave a Reply