পনারা সবাই জানেন যে পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরই শিক্ষা বোর্ডগুলো যাদের ফলাফল আশানুরুপ না হওয়াতে মনের মধ্যে অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করতে খাতা পুনঃনিরীক্ষণ এর সুযোগ দিয়ে থাকে যা ফলাফল পুনঃমূল্যায়ন, পুনঃনিরীক্ষণ, পরীক্ষার খাতা চ্যালেঞ্জ ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।

আবেদনের সময়সীমাঃ


২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া ০১-০৬-২০২০ তারিখ থেকে ০৭-০৬-২০২০ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেনঃ

ফলাফল পুনঃনিরীক্ষণ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন।

তার জন্যে যা যা লাগবেঃ

★ টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পূনঃনিরীক্ষণ সম্ভব)

★ মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যাল্যান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে। যেমনঃ বাংলা উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০১ এবং ইংরেজি উভয় পত্রের বিষয় কোড ধরা হবে ১০৭। তাই এ ক্ষেত্রে খরচ হবে ২৫০ টাকা )

★ আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)

আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ


মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-

RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড

এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উদাঃ RSC DHA 641322 101

উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ RSC<স্পেস>DHA<স্পেস>641322<স্পেস>101,107

এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।

ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর মাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ

RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)

উদাহরণঃ RSC YES 12345 01797XXXXXX

ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে

পুনঃনিরীক্ষণ এর ফলাফল আবেদনের সময় প্রদত্ত করা নাম্বারে জানিয়ে দিয়া হবে।

একাদশ শ্রেণীর ভর্তির বিষয় নিয়ে সব ধনের পোস্ট করা হবে ট্রিকবিডি

একাদশ শ্রেণীতে ভর্তির বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকলে সরাসরি
Messenger এ Message দিন

সবাই ট্রিকবিডি এর সাথে থাকেন

বিকাশ একাউন্ট আছে কিন্তু কোনো দিন বিকাশ অ্যাপ এ ঢুকেননি তাড়া ফ্রি তে ২০ টাকা নিয়ে নিন।

আমাদের একটা রুমান্টিক বিষয়ক Facebook Group আছে যেখানে সবাই Add হবেন

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন!

ধন্যবাদ।

15 thoughts on "২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ (বোর্ড চ্যালঞ্জ) করবেন যেভাবে।"

    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Thanks
  1. post man Subscriber says:
    29-05-2020
    নতুন আপডেট,,
    এবার সবাইকে ৫০০ Gp point দিচ্ছে। যারা পেয়েছিলেন আবার ও পাবেন।আমি নিজে পাইছি।৫০০ Gp point দিয়ে ৪০০ SMS অথবা MB নিতে পারবেন। Mygp apps যাদের আছে Data clear করে।
    নিচের লিংক ক্লিক করুন। তারপর আপনার নাম্বার দিয়ে লগইন করুন।৫০০ Gp point পেয়ে জাবেন।

    নিচের লিংকে ক্লিক করুন।
    https://mygp.li/UZpsP

  2. SR Shoruv Author says:
    বাংলা নিয়ে সমস্যায় পড়সিলাম। ধন্যবাদ আপনাকে এই জিনিসটা তুলে ধরার জন্য❤
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      আপনাকে ধন্যবাদ
  3. Sobuzbd24 Contributor says:
    vai aj e board challenge kra jabe? naki kbe?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      na kalke theke shuru
  4. Chowdhuri24 Contributor says:
    টাকা কিভাবে পে করবো
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      টেলিটক সিম দিয়ে
  5. Chowdhuri24 Contributor says:
    please bolen
  6. Chowdhuri24 Contributor says:
    please bolen
    1. Sayfullah Contributor says:
      Teletalk sim e taka recharge kora thakte hobe.
  7. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share ?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply