চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ রেজাল্ট কবে প্রকাশ হবে তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।

মূলত চলতি বছরে গত 15 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শনিবার শুরু হয় এবং পরীক্ষা শেষ করা হয় আগামী গত 1 অক্টোবর।

লিখিত পরীক্ষা শেষে পরবর্তীতে আগামী 10 অক্টোবর থেকে সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে

এবং চলবে আগামী 20 অক্টোবর পর্যন্ত। আনুষ্ঠানিক ভাবে চলতি বছর এসএসসি পরীক্ষা শেষ আগামী 20 অক্টোবর।

এক্ষেত্রে পরীক্ষার ফলাফল প্রকাশ করার তারিখ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।

চলতি বছর এসএসসি পরীক্ষা তিনটি অংশে বিভক্ত করা হয়েছে। তার মধ্যে একটি অংশ হচ্ছে সাবজেক্ট ম্যাপিং।

তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিজ্ঞান ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে সাবজেক্ট jsc রেজাল্ট থেকে নেওয়া হবে।

তাছাড়া আরো একটি অংশ হচ্ছে পরীক্ষা যেখানে সৃজনশীল এবং নৈবিত্তিকে শিক্ষার্থীদের সরাসরি কেন্দ্রীয় পরীক্ষা অংশগ্রহণ করতে হয়েছে।

এক্ষেত্রে কম নম্বরে পরীক্ষা নেয়া হয়েছে যা পরবর্তীতে রূপান্তর করে মূল ফলাফল প্রকাশ করা হবে।

অন্যদিকে আরো একটি অংশ হচ্ছে ব্যবহারিক পরীক্ষা এখনো বাকি আছে যে পরীক্ষাগুলো আয়োজন করে

শিক্ষক নম্বর পাঠাবে মূলত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে।

ইতিমধ্যে রেজাল্ট পরীক্ষার খাতা শিক্ষকরা দেখা শুরু করেছে যেখানে পরীক্ষার খাতা শিক্ষক

যথেষ্ট পরিমান সুযোগ-সুবিধা দিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে শিক্ষার্থীদের ওপর।

যারা লিখতে পেরেছি এবং সুন্দর ভাবে প্রশ্নের উত্তর দিয়েছে সঠিক ভাবে উত্তর দিয়েছে তারা অবশ্যই সম্পূর্ণ নাম্বার পাবে

এবং ভালো ফলাফল করতে পারবে। অন্য দিকে পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়

একাধিক কর্মকর্তা জানান ফলাফল প্রস্তুত করে শিক্ষা বোর্ডগুলোর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জমা দিবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে একটি নির্ধারিত দিন চাওয়া হবে প্রধামন্ত্রীর যেদিন সময় দিবেন

সেদিন এই ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। এক্ষেত্রে আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে ফলাফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

কারণ পরীক্ষা শেষ করার পরে ফলাফল প্রকাশ করা হয় এক্ষেত্রে আগামী 20 ডিসেম্বর এর পরবর্তী ফলাফল প্রকাশ করার তারিখ নির্ধারণ করা হবে।

28 thoughts on "এসএসসি পরীক্ষার ২০২২ সালের ফল প্রকাশের তারিখ ও ঘোষণা জেনে নিন।।"

    1. Aubdulla Al Muhit Contributor says:
      Now you are free.
    2. Avatar photo জামিল Author Post Creator says:
      আলহামদুলিল্লাহ
    3. Avatar photo জামিল Author Post Creator says:
      ও আচ্ছা।।
    4. Avatar photo MD Zakaria Contributor says:
      শুভকামনা আপনার জন্য
    5. Avatar photo Najmul Nazu Author says:
      ছোট মানুষ
  1. Avatar photo Nishat Contributor says:
    JSC theika Marks Add korle ar A+ holo naa! ?
    1. Aubdulla Al Muhit Contributor says:
      Jsc থেকে মাক যোগ করার সিস্টেম রয়েছে কী?
    2. Avatar photo Nishat Contributor says:
      mane 3 ta subject add hobe
    3. Avatar photo জামিল Author Post Creator says:
      ও আচ্ছা।
  2. Avatar photo Xein Ahmed Author says:
    thik 1mash por amdr porikkha
    1. Aubdulla Al Muhit Contributor says:
      কোন শ্রেণীতে পড়েন ভাই?
    2. Avatar photo জামিল Author Post Creator says:
      হুম।।।
    3. Avatar photo Xein Ahmed Author says:
      bujhlen na? hsc candidate
  3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    ভালোই হলো জানা হলো
    1. Avatar photo জামিল Author Post Creator says:
      জি ভাইজান।।
  4. Avatar photo Amit Baidya Author says:
    Thanks For Share,
    1. Avatar photo জামিল Author Post Creator says:
      ধন্যবাদ।।।
  5. Aubdulla Al Muhit Contributor says:
    কীভাবে রেজাল্ট দেখা যাবে তা নিয়ে দ্রুতই পোস্ট দিয়েন ।
    1. Avatar photo জামিল Author Post Creator says:
      ইনশাআল্লাহ ভাই টিকবিডি সাথে থাকবে পেয়ে যাবেন।
    2. Aubdulla Al Muhit Contributor says:
      ধন্যবাদ ।
    3. Avatar photo Najmul Nazu Author says:
      এ নিয়ে পোস্ট আছে তো
  6. MD Rakib Mia says:
    Jsc তে সবসাবজেক্ট এ A+ কিন্তু ict তে A-, এবারও মনে হয় আমার A+ হবে না Ict এর জন্য ?
    1. Avatar photo MD Zakaria Contributor says:
      আত্মবিশ্বাসে থাকুন সবসময়
  7. Avatar photo MD Zakaria Contributor says:
    আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য
  8. Avatar photo Webmastar Subscriber says:
    এইটা কোনো ফেক অথবা মজা না ১০০% গেরান্টি দিয়ে বলতে পারি 1 জিবি MB ফ্রি
    প্রথমে MyBL apps এ প্রবেশ করুন, তারপর একটু নিচে গেলে *Refer now* এর মধ্যে প্রবেশ করুন, এরপর একটা খালি বক্স পাবেন এখানে 74243EA6 কোড দিয়ে Redeem এ ক্লিক করলেই 1জিবি পাবেন ফ্রি…? যাদের বাংলালিংক সিম আসে তারা একবার করেই দেখেন

Leave a Reply