Site icon Trickbd.com

২০২২ সালের এসএসসি ও সমমান পরিক্ষার রেজাল্ট দ্রুত ও সবার আগে দেখে নিন.!

চলিত বছর এর এসএসসি ও সমমান পরিক্ষা শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর এবং শেষ হয় ১ অক্টোবর থেকে। এবার পরিক্ষায় অংশ গ্রহণ করেছিলো সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী।

২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে চলতেছে আগামী ২৮ নভেম্বর (আগামী সোমবার) দুপুর ১২টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।

SSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে

১. অনলাইনে
২. মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে

এসএমএস করে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে নির্দিষ্ট পরিমাণ এর ফি কাটবে আর অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবে একদম ফ্রিতে

অনলাইনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দেখার নিয়মঃ

নিছের দুইটা লিংক থেকে সরাসরি আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে। যেকোনো একটা তে ভিজিট করে পরীক্ষার (Examination) নাম, পরিক্ষার সাল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে সাবমিট এ ক্লিক করলে ফলাফল চলে আসবে।

LINK – 1==>> educationboardresults.gov.bd

LINK – 2==>> eboardresults.com

এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

ঢাকা বোর্ড

চট্টগ্রাম বোর্ড

কুমিল্লা বোর্ড

যশোর বোর্ড

বরিশাল বোর্ড

দিনাজপুর বোর্ড

সিলেট বোর্ড

ময়মনসিংহ বোর্ড

মোবাইলে এসএমএস এর মাধ্যমে SSC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি

যেকোনো ফোন এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> পরীক্ষার্থীর রোল <স্পেস> পরীক্ষার সাল
উদাহরণঃ SSC DHA 641322 2022

এর পর পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। প্রায় ২.৫০ টাকা এসএমএস বাবদ ফি কাটবে.!

কিছুক্ষন পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ