আস্সালামু আলাইকুম । কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ।
যাইহোক,মূল আলোচনায় আসি । সিম্বিয়ান ফোনের জন্য সবচেয়ে বিরক্তিকর একটি বিষয় হলো-বাংলা ফন্ট দেখা যায়না,মানে বাংলা ভাষা সমর্থন করেনা !তাই,আমার আজকের টপিকের বিষয় হলো-কীভাবে সিম্বিয়ান মোবাইলে বাংলা ভাষা দেখা যায় । এখন দেখুন কিভাবে বাংলা সমর্থন করাবেন ।
প্রথমে,নিচ থেকে বাংলা Bangla Font Zoomer টা ডাউনলোড করুন→
Download Here
এবার সফটয়্যারটি ফোন মেমোরিতে ইনস্টল করে ওপেন করুন ।
তাহলে নিচের মত দেখতে পাবেন»
এবার অপশন থেকে Show Font List-এ যান
তাহলে,এরকম আসবে→
ওখান থেকে Bindu 1.0 ওকে (Mark) করে দিন ।
এখন,ব্যাক করে Exit করতে গেলে এরকম লেখা আসবে»
Yes করে দিন । তাহলে ফোনটি রিস্টার্ট হবে । ব্যাস,আপনার কাজ শেষ । নোটঃ Phone Memory তে Font Zoomer নামে একটা ফোল্ডার তৈরী হবে,ঐটা কখনো Delete করবেন না।
ধন্যবাদ ।
পোস্ট টা খুব কস্ট করে লিখলাম, আপনাদের মতামত জানালে খুব খুশী হবো। আর এতো কস্ট শুধুই আপনাদের জন্য। থাকুন প্রযুক্তির ভেতর Trickbd.com™ এর সাথে।
ফেসবুকে আমি