আশা করি সবাই ভাল আছেন।কারন ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালই থাকে।আজকে আপনাদের শিখাব কিভাবে সিম্বিয়ান(symbian) ফোন হ্যাক করতে হয়।

বি:দ্র: যারা জানেন না শুধু তাদের জন্য এই পোস্ট।কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আর কথা না বলে কাজের কথায় আসি…!!

সিম্বিয়ান(symbian) ফোন কেন হ্যাক করবেনঃ


আমরা যারা সিম্বিয়ান মোবাইল ফোন ইউজ করি প্রায়ই বিভিন্ন রকম সফটওয়্যার ইন্সটল করতে গিয়ে Certificate error, Certificate expire, File corrupted
এই জাতীয় বিড়ম্বনার মধ্যে পরি। এর
কারন হচ্ছে মোবাইল কম্পানিগুলো তাদের মোবাইলগুলোতে এমন একটি সিকুউরিটি দিয়ে রেখেছে যাতে করে তাদের অনুমোদিত সফটওয়্যার ছারা অন্য কোন সফটওয়্যার ইন্সস্টল না হয় !
আর এই জন্য অনেক ভালো কিংবা সখের সফটওয়্যার হাতে পেয়েও আমরা ব্যাবহার করতে পারি না। তাহলে কি আমরা সেগুলো ইউজ করতে পারব না? অবশ্যই পারব! তার জন্য আমাদের সিম্বিয়ান(symbian) ফোনটিকে হ্যাক করতে হবে।

চলুন তাহলে কাজ শুরু করিঃ


এর জন্য প্রথমে আপনার মোবাইল ফরমাট দিতে হবে !
ফরমাট দিতে গেলে *#7370# দিয়ে ok করে আপনার মোবাইলের Password দিন !
তাহলেই সেট ফরমাট হয়ে যাবে !
ভয় পাবেন না, মোবাইল অটোমেটিক অন হবে।
অন হওয়ার পর নিচের নিয়ম অনুসরণ করুন

** Menu >> Setting >> Application manager >> Installation setting >> Software installation >> Signed only এর পরিবর্তে All করুন।

** না বুঝলে নিচের sshot গুলি দেখুন >>




** নিচ থেকে symbian hacking tools.zip
এবং x-plore.sis ফাইল দুইটি ডাউনলোড করুন!

1. Symbian hacking tools by Anik.zip

2. X-plore.sis

প্রথমে x-plore নামক সফটওয়্যার টি ইন্সটল করুন।
তারপর সফটওয়্যার টি ওপেন করুন।সেখানে দুইটি ফাইল দেকবেন C: (phone storage) এবং E: (memory card).
আপনি যে ফোল্ডারে zip ফাইল টি ডাউনলোড
করেছেন সেই ফোল্ডার ওপেন করে zip ফাইলের উপর ক্লিক করুন।
সেখানে আপনি তিনটি ফাইল দেখতে পাবেন,ফাইল গুলি Extract করে অন্য ফোল্ডারে মুভ করুন।

** নিচের পদ্ধতি অনুসরণ করুন…!!

*** Menu >> file >> Extract to এখন ফাইল গুলি যে ফোল্ডারে Extract করতে চান সেই ফোল্ডারে ক্লিক করুন।

** না বুঝলে নিচের sshot দেখুন…!!


** আমি যেরকম Nokia ফোল্ডারে Extract করলাম।

আপনার ফাইল গুলি Extract হয়ে গেছে।

** আপনি সেখানে তিনটি ফাইল দেখতে পাবেন সেখান থেকে Norton symbian antivirus ইন্সস্টল দিয়ে ওপেন করে অপশন থেকে? antivirus এ গিয়ে quarantine list সিলেক্ট করে অপশন থেকে Restore all সিলেক্ট করুন yes চাপুন! এবার সফটওয়্যারটি বন্ধ করে Remove করে দিন…!!!


** নিচের sshot দেখুন…!!



** এবার ROM Patcher ইন্সস্টল দিয়ে ওপেন করুন ! তাহলে ওখানে দুইটি Patch দেখতে পাবেন ! দুইটি Patch ই অপশন থেকে Add to auto করুন ! এবার অপশন থেকে All patch সিলেক্ট করে Apply সিলেক্ট করুন !

বিঃদ্রঃ না বুঝলে নিচের sshot দখুন।।।





** আর যদি installserver RP + এই patch এ রেড ক্রস চিহ্ন পরে তহলে আবার X-plore ওপেন করুন এবং All_installsever.zip এ ক্লিক করে menu থেকে file এ ক্লিক করে অন্য ফোল্ডারে Extract করুন।

আপনি ওখানে কয়েকটি জিপ ফাইল সহ একটি text ফাইল পাবেন।
ওই info.txt নামের ফাইলটি ওপেন করে দেখুন ওখানে আপনার ফোনের মডেল অনুযায়ী installserver pack এর ফোল্ডারের নাম দেওয়া আছে !

** প্রথমে নিচের লিষ্ট থেকে দেখে নিন আপনার সিম্বিয়ান ফোনটি কোন ভার্সনের বা OS ভার্সন কত।

*সিম্বিয়ান OS ভার্সন লিষ্ট*
Symbian OS(PreFP1) 9.1

Nokia E60,

Nokia E61i,

Nokia E63,

Nokia E65,

Nokia E70,

Nokia N71,

Nokia N73,

Nokia N75,

Nokia N77,

Nokia N91,

Nokia N91-8GB,

Nokia N92, etc

Symbian OS(FP1) 9.2

Nokia E51,

Nokia E90,

Nokia E66,

Nokia N80,

Nokia N81,

Nokia N81-8GB,

Nokia N82,

Nokia N93,

Nokia N93i,

Nokia N95,

Nokia N95-2,

Nokia 6290,

Nokia 5700,

Nokia 6120 C,

Nokia 6110 Navigator,

Nokia N96,

Sony Ericson= i550, i400, i450, i560, G810, 6220. etc

Symbian OS(FP2) 9.3 & 9.4

• Nokia 5320 XpressMusic

• Nokia 5630 XpressMusic

• Nokia 5730 XpressMusic

• Nokia 6210 Navigator

• Nokia 6220 Classic

• Nokia 6650

• Nokia 6700 slide

• Nokia 6710 Navigator

• Nokia 6720 classic

• Nokia 6730 Classic

• Nokia 6730 Classic [11]

• Nokia 6760 slide

• Nokia 6788 & Nokia 6788i

• Nokia 6790 slide

• Nokia 6790 Surge

• Nokia C5-00

• Nokia C5-01

• Nokia E5-00

• Nokia E52

• Nokia E55

• Nokia E71x (AT&T)

• Nokia E72

• Nokia E73 Mode

• Nokia E75

• Nokia E75 US+LTA variant

• Nokia N78

• Nokia N79

• Nokia N85

• Nokia N86 8MP

• Nokia N96 & N96-3

• Nokia X5-00

• Nokia X5-01 etc

Symbian^3+Anna+Belle:

Nokia N8

Nokia N9 etc

** উপরের লিষ্টে আপনার মডেলটি না থাকলে
Nokia.com
সাইটে আপনার মডেলটি সার্চ দিয়ে OS(Operating System) সহ মোবাইলের সকল কনফিগারেশান দেখে নিতে পারেন।
অথবা
Netqin AntiVirus 4.1.sis সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করুন।
বিঃদ্রঃ- দুঃখিত ডাউনলোড link টা দিতে পারলাম না। গুগল থেকে ডাউনলোড করে নিন

ডাউনলোড করার পর নিচের পদ্ধতি অনুসরণ করুন…..!!

** NetqinAntivirus Open > System manager > System Information > Device Info তে দেখেনিন আপনার ফোনের OS সহ সকল কনফিগারেশান।

** txt ফাইল থেকে আপনার ফনের installsever pack খুজুন।

এবার ওই নামের জিপ ফাইল আনজিপ করুন ! তাহলে ওখানে installserver.exe নামের একটা ফাইল পাবেন !
এবার Xplore দিয়ে installserver.exe এই ফাইলটি Extract to… করেন c:/sys/bin নামের ফোল্ডারে!

>>> Rom Patcher ওপেন করুন । Install Server RP+ আবার অ্যাপ্লাই করার চেষ্টা করুন । যদি টিক আসে তাহলে কাজ শেষ। টিক না আসলেও সমস্যা নেই কারন Install Server কপি করা হয়েছে । আপনার মোবাইল ১০০% হ্যাক হয়েছে। এবার কোন Unsigned , Certificate error, Certificate expire, File curropted সফটওয়্যার ইন্সটল করুন কোন বাধা ছাড়া আর মজা দেখুন।

বিঃদ্রঃ- Rom patcher সফটওয়ার টি Remove করবেন না।

**কাজ শেয**

**সতর্কতাঃ-


ফোনের OS অনুযায়ী Installserver.exe ব্যবহার করুন।
হ্যাকিং সফলভাবে সম্পন্ন না হলে হ্যাকিং এর জন্য সেটাপ করা সকল এপ্স/পেচ মোবাইল/মেমোরী থেকে রিমুভ/ডিলিট করুন এবং মোবাইলের হার্ট রিসেট/সেটিং রিষ্টোর করুন।
মোবাইলের হার্ট রিসেট/সেটিং রিষ্টোর করতে *#7370# (For type Phone) ডায়াল করুন অথবা RedKey+GreenKey+CameraKey (For touch Phone) চেপে ধরে মোবাইলের পাওয়ার সুইচ অন করুন এবং প্রথম থেকে পূনরায় চেষ্টা করুন।

** আপনাদের জন্য ফোন টা আজকে আবার হ্যাক করলাম। **


আজ এ পর্যন্তই।সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন।

2 thoughts on "আপনার সখের সিম্বিয়ান ফোনটি হ্যাক করুন খুব সহজে – না দেখলে চরম লস।"

  1. Shabbir Rahman Contributor says:
    Tnx…..Vi kivabe bangla support korabo and likbo ai niya akta post dan with symbian
    1. Anik Author Post Creator says:
      ok..

Leave a Reply