Be a Trainer! Share your knowledge.
Home » Symbian Mobile » পার্ট ১ – কিভাবে যেকোনো এপ বা ওয়েবসাইট এর এপিআই বের করে নিজেই মেসেজ বোম্বার টেলিগ্রাম বট বানাবেন!

পার্ট ১ – কিভাবে যেকোনো এপ বা ওয়েবসাইট এর এপিআই বের করে নিজেই মেসেজ বোম্বার টেলিগ্রাম বট বানাবেন!

আসসালামু আলাইকুম আজকের পোস্টা অনেক ইন্টাররেস্টিং হতে যাচ্ছে , বেশি কথা না বলে শুধু কিছু কথা বলে শুরু করতেছি

আপনারা ইতোমধ্য অনেকের তৈরি মেসেজ বোম্বার ব্যবহার করছেন , কিন্তু কেউ এগুলা শেয়ার করে না , তো পরের  উপর আর নির্ভরশীল না করে আপনি নিজেই খুব সহজে এপিআই বের করে নিজস্ব বোম্বার বানাতে পারবেন , তো চলুন আজকের প্রথম পার্ট এ দেখে আসবেো কিভাবে এপিআই বের করবেন , এবং আগামীকাল এর পোস্ট এ দেখাবো যে কিভাবে মেসেজ বা ইমেইল বোম্বার বানাবেন , তো চলুন শুরু করা যাক।

প্রথমে আপনাদের একটা এপ ডাউনলোড করতে হবে এপটার নাম রিকুয়েবল এপ, অনেকেই http canary use করে থাকে , তবে  http canaruy থেকে এটা অনেক এডভন্স

Requable App Download Link: ডাউনোড করুন

এই লিংক ওপের করে ডাউনোড করে নিতে পারবেন , প্রথম ক্লিক হয়তো এডস আসতে পারে , প্রথম ক্লিক দিয়ে ব্যাক কররেন তারপর Star Download লেখায় ক্লিক করা মাত্রই আপনার ফোনে অটো ডাউলোড হওয়া শুরু হবে। বা প্লে স্টোরে যেয়ে এপের নাম লিখে সার্চ করলেও পেয়ে যাবেন!

 

এপটা ডাউলোড করার পর ওপেন করে নিবেন  , তারপর এরকম একটা পেজ দেখতে পারবেন , এটা স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন  , তারপর একসেপ্ট করে দিবেন।

 

 

তারপরের পেজে স্টানাডার্ড মোড এই অপশন ক্লিক করে দিয়ে পরের পেজে যাবেন।

 

 

এরপর প্লাস অপশন এ ক্লিক করে দিবেন  , এই জায়গা টা অনেক গুরুত্বপূর্ন , তো আপনি যে এপের  এপিআই বের করবেন সেই এপটা সিলেক্ট করে নিবেন, যদি ওয়েবসাইটের বের করেন , তাহলে আপনার ব্রাউজার সিলেক্ট করে নিবেন।

 

 

এরপর মেনুতে ক্লিক করে দেওয়ার পর এই অপশনে ক্লিক করে দিবেন।

 

 

তারপর এখানে ক্লিক করে দিবেন

 

 

এরপর নিচে এসে এখানে ক্লিক দেবেন , এরপর ফাইল পারমিশন চাইবে সেটা এলাও করে দিবেন  , তাহলে আপনার ফোনে রিকুয়াবেল ফোল্ডারে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।

 

 

তারপর আপনার ফোনের সেটিংস এ আসবেন এবং এখানে সার্চ করবেন Certificate OR CA Certificate যেকোনো একটা লিখে সার্চ করবেন।  এব! CA Certificate  লেখার উপর ক্লিক করবেন।

তারপর আপনার ফোনের লক চাইবে সেটাকে আনলক করে দিবেন , এবং Install Anyway লেখায় ক্লিক করবেন

এখানের ওয়ারনিং মেসেজ টা এমনেই দেয়   , এই এপ কোনো প্রকার ডাটা চুরি করে না , সুতরায় ভয় পাওয়ার কোনো কারণ এই নাই।

এরপর আপনার ফোানর ফাইল ম্যনেজার ওপেন করে Requable লিখে সার্চ করবেন তাহলেই দেখতে পারবেন । এমন ফাইল শো করছে এরপর আপনার ফোনের সেটিংস ওপেন করে নিবেন, তারপর

 

 

এখানে ফাইল টা দেখতে পারবেন এবং  ফাইলরে উপর ক্লিক করে দিয়ে ডান করে দিবেন , তাহলে আপনার কাজ ওকে এখন রিকুবেল এপটা ওপেন করে নিবেন

 

এবং এখানে দেখবেন সার্টিফিকেট ইন্সটল হয়ে গেছে।

 

 

এরপর নিচে ক্লিক করে ক্যাপচার করতে পারবেন।

অনেকের কাছে প্রসেসটা অনেক হার্ড লাগতে পারে , যদি পোস্ট দেখে বুঝতে অসুবিধা

ভিডিও লিংক : ভিডিও দেখতে ক্লিক করুন 

হয়ে তাহলে ভিডিও  দেখে দেখে করে নিন

সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

1 month ago (Dec 13, 2024)

About Author (113)

Shofikul Islam
author

Programmer & Developer : App | Web | TG Bot. Founder Of : TEAM X 1337 (⁠ᗒ⁠ᗩ⁠ᗕ⁠) About Me

Trickbd Official Telegram

2 responses to “পার্ট ১ – কিভাবে যেকোনো এপ বা ওয়েবসাইট এর এপিআই বের করে নিজেই মেসেজ বোম্বার টেলিগ্রাম বট বানাবেন!”

  1. Md_Allimraun_Shaoun_As Contributor says:

    দাদা সম্পুর্ন প্রসেস টা দেখান। A টু Z একটা API বের করে অন্য একটা ওয়েবসাইটে বসানো।
    ভিডিও টা সুন্দর হয়েছে ভিডিও সহ দিয়েন।
    অপেক্ষায় আছি। ধন্যবাদ ❤️

Leave a Reply

Switch To Desktop Version