Be a Trainer! Share your knowledge.
Home » Symbian Mobile » ইনকামং এবং আউটগোয়িং কল বন্ধ করুন একদম নতুন নিয়মে (HLSZM)

ইনকামং এবং আউটগোয়িং কল বন্ধ করুন একদম নতুন নিয়মে (HLSZM)

TRICKBD এর সকল ব্যবহারকারীকে জানাই আমার সালাম।
কাজের কথাই বলা উত্তম কেন না আজোবাজো প্যাচাল কারো ভাল লাগে নাহ।
এটা আমার ২য় পোস্ট
আমি আজ আপনাদের শেয়ার করব কিভাবে………..
আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ফোন দিয়ে কাউকে ফোন করতে পারবে না এবং কেউ আপনার ফোনে ফোন করতে পারবে না।এই ট্রিক।
এজন্য আপনাকে প্রথমে আপনার ফোন থেকে পর্যায ক্রমে এভাবে এগোতে হবে→→→

Settings→Call settings→Voice call→Call barring→যে সিম এ কাজ করে চান সেই সিম সিলেক্ট করেন→এবার আপনি মুল অংশে এএসে গেলেন
আপনার ফোন থেকে যেন কেউ call করতে না পারে এজন্য All outgoing call এটা মার্ক করেন →
আপনার ফোনে যেন ককেউ call করতে না পারে এজন্য all incoming call এটা মার্ক করেন

এবার আপনার Password চাইবে আপনি 0000 চারটি শুন্য চাপেন →এবার ওকে চাপুন।

ব্যাস কাজ শেষ এবার আর কেউ আপনাকে call করে পারবে না এবং আপনার ফোন থেকেও কেউ আপনার অনুপস্থিতিতে কাউকে call করতে পারবে না।।।।
এবার আপনি আপনার password পরিবর্তন করে নিতে পারেন।
পরিবর্তন করাটাই উত্তম।
এটা আপ্নারা যেভাবে অন করলেন একই ভাবে অফ করতে পারেন।।
উক্ত কাজটি কোডিং এর সাহায্যে ও করা যাবে এজন্য আপনার ফোন এর ডায়াল প্যাড থেকে ডায়াল করে করতে হবে।
all incoming call off করতে
*35*0000# ডায়াল করতে হবে
আগের অবস্থায় ফিরে যেতে
#35*0000#
all outgoing call off করতে
*33*0000#
আগের অবস্থা ফিরে পেতে
#33*0000#
ডায়াল করতে হবে।।।

ভাল লাগলে আমাকে জানেবেন এতে আমার কষ্ট সার্থক হবে
ফেসবুকে আমি

7 years ago (Oct 15, 2017)

About Author (6)

Sohanur Rahman
author

If You Want, Is To Seek...... চাইলেই হয়, চাইতে হয়...... Youtube.... TCR SOHAN www.facebook.com/sohanur028 www.facebook.com/sohanur.rahman.028 www.twitter.com/sohanur028

Trickbd Official Telegram

3 responses to “ইনকামং এবং আউটগোয়িং কল বন্ধ করুন একদম নতুন নিয়মে (HLSZM)”

  1. gsm sohan Author Post Creator says:

    কোন প্রকারের সমস্যা হলে আমাকে কমেন্ড করতে পারেন

Leave a Reply

Switch To Desktop Version