Site icon Trickbd.com

[Requested ] এবার Screen shot হবে সিম্বিয়ানে। স্ক্রিনের যেকোন স্থান থেকে।

Unnamed

আসসালামুয়ালাইকুম।


কেমন আছেন সবাই?
আশা করছি ভালোই আছেন।


কন্ট্রিবিউটর থাকা অবস্থায় অনেকেই আমাকে জাভা/সিম্বিয়ান মোবাইলের জন্য স্ক্রিনশট অ্যাপ শেয়ার করার জন্য অনুরোধ করেছিলো।
কিন্তু আমি ট্রেইনার নয় বলে শেয়ার করতে পারিনি।
তাই এখন শেয়ার করলাম।
আর যারা আগে থেকে পাকনা, মানে আগে থেকে পারেন তারা এখানে ক্লিক করে ‍সরাসরি নিচে চলে যান।

Download link


Link-1: Download here
Link-2: Download here


লিন্ক মাঝেমধ্যে সমস্যা করতে পারে। এক্ষেত্রে Google এ Super screenshot sis লিখে ‍সার্চ
করে নামিয়ে নিলেই হবে।

এখানে আমি বিস্তারিতো আলোচনা করা লাগবেনা। ফাইল ডাউনলোড দিয়ে ইন্সটল দিয়ে ওপেন কর।
দেন, নিজের ইচ্ছামত Capture key সেট করে দাও।
আমি Backspace/camera/Enter button ইউজ করতাম।
এখন অবসশ্য আমার সিম্বিয়ান সেট নেই।
তাও তোমাদের অনুরোধে শেয়ার করলাম।

Some screenShots….







কোন সমস্যা হলে ফেসবুকে নক করতে পারো।


ভাল লাগলে আমার ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখতে পারো।
আর যারা এখনো বুঝেননি তারা এখানে ক্লিক করে আবার পুরো পোষ্টটি পড়তে পারেন।
আজ এ পরজন্তই।
আল্লাহ হাফেজ।


Exit mobile version