আসসালামু আলাইকুম
ট্রিকবিডিতে এখনো অনেক সিম্বিয়ান ব্যবহারকারি রয়েছে |কিন্তু সিম্বিয়ান নিয়ে এখন বেশি পোস্ট করা হয় না | কারন এখনতো android ফোনের যুগ | তাই আমি আপনাদের সাথে এই পোস্ট শেয়ার করলাম | সিম্বিয়ান ফোনে বাংলা লেখার জন্য Indi sms,Panini keyboard আছে কিন্তু এগুলো অনেক ঝামেলার বাংলা লিখে কপি পেস্ট করে অন্য জায়গায় ব্যবহার করতে হয় |
তাই আমি সরাসরি বাংলা ফন্ট ইন্সটল করার একটি পদ্ধতি শেয়ার করছি যা আগে ট্রিকবিডিতে কখনো করা হয়নি |
বিঃ দ্রঃ আপনার মোবাইলটি অবশ্যই হ্যাক করা থাকতে হবে । হ্যাক করা না থাকলে বাংলা ফন্ট তো দূরে থাক । এখানে যে সব সফটওয়ার দেওয়া সেগুলো ইনস্টলই করতে পারবেন না । তাই আগে ফোন হ্যাক করে নিন তারপর এই পোস্টটি দেখে দেখে কাজ করুন ।
সিম্বিয়ান বাটন ফোন যাদের তারা এখান থেকে শুরু করুন । যাদের টাচ ফোন তারা আরো নিচে চলে যান ।প্রথমে এই Apps সমূহ ডাউনলোড করুন |
Click Here
এখানে পাবেন
1. Font Router
2. Xplore
3. Rom patcher
4. Bangla plugin 1
5. Banglg plugin 2
6. Bangla words.rmp
7. Solaiman lipi.ttf
এখন এই সবগুলো এপস ইনস্টল করুন |
তারপর Xplore দিয়ে Bangla words.rmp এই ফাইলটিকে ফোনের c ড্রাইভে c://patches ফোল্ডারে রাখুন
তারপরে Solaimanlipi.ttf ফাইলটিকে মেমোরির Root ফোল্ডারে রাখুন
এখন Font router অপেন করে open font এ গিয়ে আপনার মেমোরির Solaimanlipi.ttf সিলেক্ট করুন
তারপর Rompatcher ওপেন করে All patch apply করে দিন এবং Add to auto করে দিন | ব্যাস কাজ শেষ |
এখন ফোন রির্স্টাট করুন আর যেখানেই আপনার বাংলা লেখার প্রয়োজন সেখানই Pencil key চাপ দিন আর সকল বাংলা অক্ষর দেখতে পাবেন | ফেসবুক , মেসেজসহ সব জায়গায় বাংলা দেখতে ও লিখতে পারবেন |
সিম্বিয়ান s60v5, s^3, anna bell অর্থাত্ যাদের টার্চ ফোন তারা এখান থেকে শুরু করুন ।বাংলা লিখুন সিম্বিয়ান মোবাইলে,অসাধারন একটি সফটওয়ারের মাধ্যমে ।
Symbian s60v5 mobile apps for Bengali write with
Baidu ।
প্রথমেই আপনার ফোনে বাংলা ফন্ট ইনস্টল করতে হবে । এর জন্য আপনাকে google বা phonekey থেকে Font router ইনস্টল করতে হবে এবং এই ফন্ট টি solaiman lipi snew.ttf ডাউনলোড করেন । বলে রাখা ভালো Font router এপটির অনেকগুলো ভার্সন পাওয়া যায় v3/v5 এর জন্য সবগুলো সব ফোনে কাজ করেনা । তাই কয়েকটা ভার্সন v5 এ চেষ্টা করতে হবে । এখন Font router ফোন মেমোরিতে ইনস্টল করুন এবং ttf ফন্টটিকে c//data/font ফোল্ডারে রাখুন । এখন Router অপেন করে ttf টি সিলেক্ট করে ফোন রিস্টার্ট করুন ।
এখন Baidu Keyboard সেট আপ করুন ।
১.প্রথমে Baidu Bangla Keyboard by Alamgireti.sis টি ডাউনলোড করে নিন ।
২.তারপর সপ্টয়ারটি আপনার মোবাইলে ইন্সটল দিন ।ইন্সটল দেয়ার পর সপ্টওয়ারটি এমনিতেই চালু হবে। নিচের মত কিছু বক্স আসবে “NO” ক্লিক করুন ।
৩.তারপর প্রথম অপশন config: এ ক্লিক করুন ,ভেতরে দুইটা অপশন দেখতে
১.AKNFEP ২.baidu
আপনারা baidu অপশন সিলেক্ট করুন ।
৫.তারপর আপনি নিচের মত “arrow” batton টি প্রেস করুন ।
ব্যাস কাজ শেষ করুন
। আপনি hd তে ক্লিক করুন দেখবেন আর
অনেক ফন্ট আসবে ।
এখন ↓↓:: ১. Download বাংলা Bangla screen.bdsকরুন।
২.আপনি একটি .bds file পাবেন।
৩. .bds file টি c:/baidu/input/
touchskin তে copy করুন।
সিম্বিয়ান ও জাবা ব্যবহারকারীরা সাড়া দিন আর কি কি পোস্ট লাগবে কমেন্ট করুন | ধন্যবাদ ভালো থাকুন | আর Trickbd.com এর সাথেই থাকুন |