Site icon Trickbd.com

সল্পমূল্য ও পাওয়ার ফুল ব্যাটারী সহ চমক লাগানো কিছু ফিউচার নিয়ে এলো সিম্ফনির এই ফোনটি

Unnamed


বাংলাদেশের শীর্ষ
হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি দেশের
বাজারে নিয়ে এলো “H175”। ৪০০০ এম

এইচ, লি-পলিমার ব্যাটারী এবং ৬৪ বিট
প্রসেসর এর সমন্বয়ে স্মার্টফোন
আনলো
সিম্ফনি। এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৫
ইঞ্চি IPS বিগার স্ক্রীন , পাওয়ারফুল
ক্যামেরা এবং ৫.১. অ্যান্ড্রয়েড
ললিপপ
। ১৩ মেগাপিক্সেল ব্যাক
(অটোফোকাস
সমৃদ্ধ) এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট
ক্যামেরা।
৬৪ বিট এবং ১.৩ গিগা হার্জ এর
কোয়াড
কোর প্রসেসর ও ২ জিবি র্যাম এর
কারণে ফুল এইচডি ভিডিও দেখা যাবে
সাবলীল গতিতে এবং এ্যাপস চলবে
অনেক দ্রুত । Mali T720 GPU থাকার
কারণে গেমস খেলা যাবে কোন ধরণের
ঝামেলা ছাড়া।
এই ফোনটির ক্যামেরা সফটওয়্যার এ
থাকছে জিরো শাটার ডিসপ্লে, ফেস
ডিটেকশন, টাইম ষ্ট্যাম্প, নয়েজ
রিডাকশন এইচডিআর, কন্টিনিউয়াস শট
স্লো মোশন ভিডিও এবং লাইভ ফটো।
এই
ফোনটিতে ব্যবহার করা হয়েছে “স্মার্ট
মোশন” যাতে থাকছে এ্যাকশন আনলক,
স্মার্ট অ্যানসার, অ্যাানসার বাই সুইং,
স্মার্ট কল এবং স্মার্ট সুইচ সহ আরো
অনেক ফিচার।
ফোন টিকে সহজে ব্যবহার করার জন্যে
এতে দেয়া হয়েছে “মাল্টি জেসচার
সেটিংস” । যার মাধ্যমে এই ডিভাইস
টিকে এক হাতে ব্যবহার করা অনেক
সহজ
হবে। স্ক্রীন অফ থাকা অবস্থায়ও আঙুল
দিয়ে C লিখে ক্যামেরা ওপেন করা,
কিংবা E লিখে ব্রাউজার ওপেন করা
যাবে। ফোনের নির্দিষ্ট জেশ্চার
চাইলেই এডিট করে, নির্দিষ্ট
অ্যাপ্লিকেশন ওপেন করা যাবে।
এতে আরো আছে ১৬ জিবি স্টোরেজ
সুবিধা, যেখানে রাখা যাবে অনেক
বেশী ভিডিও, ছবি এবং মিউজিক । এর
এক্সপান্ডেবল মেমোরী ৩২ জিবি
পর্যন্ত
।এই হ্যান্ডসেটটিতে ব্যবহার করা
হয়েছে
অত্যাধুনিক Emergency Rescue Feature

Support । এই সেটটির ব্যবহারকারী
কোন
ধরণের বিপদের সম্মুখীন হলে তখন
ভলিউম
এর আপ এবং ডাউন বাটন ৩ সেকেন্ড এর
জন্য ধরে থাকলে অটোমেটিক একটি
মেসেজ সেটিংস এ সেট করে রাখা
ইমার্জেন্সি কন্টাক্টস এর কাছে
মেসেজ
চলে যাবে লোকেশন সহ। চাইলে
ইন্টারভ্যাল ও পছন্দ করা যাবে।
সিম্ফনি ‘H175’ দুটি ভিন্ন রং এ (ধূসর
এবং সাদা) এই মাস থেকেই বাজারে
পাওয়া যাচ্ছে। এই সেটটির মূল্যের
দিক
থেকে সিম্ফনি আবারো চমক
দেখালো।
সেটটির মূল্য রাখা হচ্ছে মাত্র ১০,৪৯০
টাকা
Operating System:
Android 5.1 Lollipop
Networks:
SIM: Dual SIM (both Micro), Dual Standby
2G: GSM 800/1800 MHz
3G: HSDPA 2100 MHz
Chipset:
CPU: 1.3 GHz 64-bit Quad Core
GPU: Mali-T720 MP2
Display:
Size: 5 inches with Capacitive Touch
Screen
Type: IPS
Resolution: HD [1280 x 720]
PPI: 293.72
Multitouch: Yes
Camera:
Back Camera: 13 MP
Flash: Yes
Zoom: Up to 4X
Auto Focus: Yes
Front Camera: 5 MP
Features: HDR, Face Beauty, Panorama,
Smile Shot, Multi Angle View
Memory:
RAM: 2 GB
ROM: 16 GB
Micro SD Card: Yes, Expandable up to up
to
32 GB
Phonebook Entries: Unlimited
Connectivity:
Cellular and Wireless: Yes
Cellular: Yes
Data Service: 3G, EDGE
Wi-Fi: Yes
WLAN: Yes
Bluetooth: Yes, V4.0
USB Mass Storage: Yes
USB Modem: Yes
3.5 mm Jack: Yes
Location: GPS, AGPS
OTG: Yes
OTA Upgrade Enabled
Location: GPS, AGPS
Battery:
Capacity: 4000 mAh
Type: Non-removable Li-polymer Battery
Standby time: 15 Days (depending on
Phone Settings, Network)
Talk time: 15 Hours (depending on Phone
Settings, Network)
Exterior:
Dimension: 142.4 X 72 X 8.99 mm
Weight: 165 Grams
Color: Gray
Multimedia:
Recorder: Audio, Video and Call Recorder
Audio Recorder: .amr
Supported Audio Formats: MP3, WAV,
AAC, AMR
Video Recorder: MP4
Supported Video Formats: MP4, 3GP, AVI
Video Resolution: Full HD (1920×1080
pixels)
Video Frame Rate: 30 Frame Per Second
FM Radio: Yes
Sensors:
G-sensor: Yes
Proximity Sensor: Yes
Light Sensor: Yes
Accelerometer sensor: Yes
Applications:
Built-in Applications: Facebook, YouTube,
Office Suite, Hangouts, Keep, Shareit
MMS: Yes
Email: Yes
In The Box:
Handset, USB Cable, Charger, User Guide,
Warranty Card, Battery, Headset
Warranty:
Handset: 1 Year
Accessories: 6 Months
Price: 10,490/= BDT
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম