Site icon Trickbd.com

MIUI 8 custom rom for MT6572 & kitkat

Unnamed

#আসসালামুয়ালাইকুম।।

#আপনারা সবাই নিশ্চই XIAOMI মোবাইলের নাম শুনেছেন।মোবাইল গুলো ফারফরমেন্স এবং কম দামের মধ্যে অনেক ভালো মোবাইল।।মোবাইলগুলোর UI ও অনেক সুন্দর(এককথায় বেষ্ট)।। কিন্তু যারা শাওমি মোবাইল গুলা ইউস করতে পারেন না তাদের জন্য আজকের এই রম।।।

# যা যা লাগবেঃ


১।আপনার মোবাইল কিটক্যাট(kitkat) হতে হবে এবং মোবাইলের MTK ভার্শন MT6572 হতে হবে।।
২।মোবাইল রুট করা থাকতে হবে।
৩।মোবাইলে কাস্টম রিকভারি ইন্সটল দেয়া থাকতে হবে(cwm/twrp/philz)
সর্বশেষে রম ইন্সটল দেয়া এবং পোর্ট করার জন্য আপনার কিছুটা বুদ্ধি এবং ধৈয্য দরকার।।

#Introduction


– রমের UI অনেক সুন্দর।(আগেই বলেছিলাম)
– রম টা অনেক ফাস্ট
– ব্যাটারি ব্যাকাপ অনেক ভালো পাওয়া যায়।।
– গেমিং ফারফরমেন্স ও অনেক ভালো।।
# এককথায় আমার দেখা সেরা রম গুলার মধ্যে এটা একটা

#ROM Info



ROM: MIUI 8
Version: 6.6.16
Android: 4.4 Kitkat
Kernel : 3.4.67
Porter: Biplob SD

#Some Features Of MIUI 8 ROM


– Brand new design
– Second space
– Support for cloning most apps
– Long screenshots
– New Calculator
– New scanner
– Shortcut menu
– Mi Lanting font
– Support for speech-to-text output in Recorder
– Special effects for video editing
– New templates for Notes
– Redesigned Task Manager
– Redesigned Gallery
– Smart menu for editing text
– Wallpaper Carousel
– All-new Battery saver
– Recognition for fraudulent messages

#$CREEN$HOT





















:
:
:

#MIUI 8 Download Link


Download – MIUI 8 CUSTOM ROM

ROM INSTALL করার উপায়ঃ

1. boot to custom recovery(CwM,TWRP)
2. Wipe catch, data,system
3. Install from zip > select ROM file > OK
4. reboot
5. Enjoy

**NOTICE


এই রঅম টি “SYMPHONY W75” এ ট্রাই করা।।তবে,আপনারা অন্যান্য kitkat + mt6572 মোবাইলে ট্রাই করার আগে অবশ্যই পোর্ট করে নিবেন।।

অবশেষে একটা কথাই বলব যে রম ইন্সটল করতে গিয়ে আপনার মোবাইলের কোনো ক্ষতি হলে আমি দায়ি না।।।।

আপনার কোনো সমস্যা হলে বা কোনো হেল্প লাগলে কমেন্ট করবেন।।

আল্লাহ হাফেয।।আসসালামুআলাইকুম।।