Site icon Trickbd.com

[MT6580][3.18.19] MiUi 8.6 Custom Rom For Symphony i10 & Other MT6580 Devices

Unnamed

আসসালামুয়ালাইকুম


কেমন আছেন সবাই?
আজকে আবারো অনেকদিন পর ফিরে এলাম এক নতুন কিছু নিয়ে।যা আগে ছিলো না,এখন আছে,এবং ভবিষ্যৎ এ তো থাকবেই।
বহু অপেক্ষার পর এবার এলো MiUi 8 custom rom for Symphony i10 এবং অন্য MT6580 Chipset based মোবাইল ফোন গুলার জন্য।
**প্রথমেই বলে রাখি,এই রমটা Symphony i10 এর জন্য পোর্ট করা এবং চাইলে অন্য Mt6580 & 3.18.19 based device গুলাতে পোর্ট করে চালাতে পারবেন। ✌

Rom Details:


Name: Miui 8.6
Version: 8.6 (আগের ভার্শন গুলাতে বাগ বেশি,তাই এইটাই দিলাম)(latest)
Base OS: Android 6.0 Marshmallow
Base Kernel: 3.18.19/3.18.19+
Base Chipset: MediaTek Mt6580

Rom Features:


Global Theme Store added
Recent key working
Headphone working
FM Radio works fine
Nice camera features
Quick Toggle flashlight working
Long page screenshot
And many more!

Screenshots:











Bugs:


Front flash,bluetooth speaker connected থাকার সত্যেও speaker এ সাউন্ড আসে না,hotspot.

Download Links:


Rom Link
Patch Link
Google Apps

যেভাবে ইন্সটল করবেন:


**প্রথমে স্টক রম ব্যাকআপ রাখা জরুরি।অবশ্যই স্টক রম ব্যাকআপ রাখবেন।
এরপর রিকভারি মোড এ গিয়ে wipe এ যাবেন।
তারপর advance wipe এ গিয়ে,
#data
#system
#catch
#delvic catch সিলেক্ট করে wipe করবেন।
এরপর install এ গিয়ে প্রথমে রম ফ্লাশ দিবেন,এরপর প্যাচ ফ্লাশ দিবেন।
**Note: এই রমে কোনো google apps নাই।এর জন্য আলাদাভাবে একটা ফাইল ডাউনলোড করতে হবে।ফাইল টা zip,সেইটা unzip করে ৪ টা অ্যাপ থাকবে,সেইগুলা ইন্সটল করলে google account & all google apps চলবে।

Credits:


Novan Noviansyah Pratama
Aleha-Durga
Shakil Hassan Joy
Uchchhas Dutta
Ahad Kabir Siddique
& You all
সবাইকে ধন্যবাদ পোস্ট টা পড়ার জন্য 🙂