হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন একটি টপিক । যার মাধ্যমে জানতে পারবে অনেক সহজেই কিভাবে বর্তমান সোনার বাজার দর হিসেবে গহনা তৈরি করতে ঠিক কত টাকা আপনার খরচ হবে সেটি হিসাব করার উপায়।
ও বন্ধুরা বাংলাদেশ স্বর্ণের দাম হু হু করে বেরিয়ে চলেছে । কিন্তু বহিঃ বিশ্বের চাইতেও বাংলাদেশে স্বর্ণের দাম অনেক বেশি থাকে কারণঃ বাংলাদেশ সরকার চায়না বাংলাদেশ থেকে স্বর্ণগুলো বাহিরে পাচার হোক । এবং দেশের সম্পদ গুলো বাহিরে চলে যাক ।
বরং বহির্বিশ্বের সম্পদ গুলো পাচার হয়ে বাংলাদেশে আসুক এবং বাংলাদেশের সম্পদ বৃদ্ধি পাক। এজন্য বহিঃ বিশ্বের তুলনায় বাংলাদেশের স্বর্ণের দাম সব সময় বেশি রাখা হয়।
আর এটি নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস অ্যাসোসিয়েশন।
কিভাবে জানবো আমার মোট গহনা তৈরিতে খরচের পরিমাণ
প্রথমে তোমরা আমার দেওয়া টুলসে ভিজিট করবে এবং টুলসে ভ্যালু শুধুমাত্র সিলেক্ট করবে । এবং টুলস রান করা মাত্রই হিসেব করে দেবে আপনার গহনা তৈরিতে মোট খরচ এর পরিমাণ।
নেচের স্ক্রিনশট দেখে নিন।
ধাপঃ
- ভরি অথবা ভরির বেশি স্বর্ণ বানাতে চান তাহলে ভরি সিলেট করুন।
- আনা অথবা আনা চাইতে বেশি যদি বানাতে চান তাহলে আনা সিলেট করুন যে কত আনা।
- বেশি ভাবের রতি সিলেক্ট করুন।
- আপনার স্বর্ণের পরিমাণ যদি পয়েন্ট এর ঘরে যায় তাহলে পয়েন্ট সিলেক্ট করুন।
- মজুরি ভড়ি করা ডিফল্টভাবে 6000 দেওয়া আছে। আপনি এটি সম্পাদনা করতে পারবেন
- এবং টুলস টি রান করুন।
এবং মিশরের স্ক্রিনশট এর মত আপনাকে সব কিছুই হিসেব করে দেবে এই টুলস
তাহলে বন্ধুরা এবার টুলস এ ভিজিট করো এবং তোমার গহনা তৈরিতে মোট খরচটি জেনে নাও স্বর্ণের হিসাব ক্যালকুলেটর এ ।
প্রতিদিন এর বাজার দর হিসেবে স্বর্ণের দাম লাইভ দেখুন
উক্ত সাইট থেকে আপনি প্রতিদিন এর সোনার বাজার দর দেখতে পারবেন লাইভ।
নিচের স্ক্রিনশট দেওয়া হল ।
আপনি যদি ২২ ক্যারেট ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম লাইভ দেখতে চান তাহলে নিচের স্ক্রিনশট গুলো লক্ষ্য করুন।
২২ ক্যারেট স্বর্ণের দাম লাইভ
২১ ক্যাডেট স্বর্ণের দাম লাইভ
১৮ ক্যারেট স্বর্ণের দাম লাইভ
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম লাইভ
স্বর্ণের দাম লাইভ দেখার ক্যাডেট লিংক সমূহ
- ২২ ক্যারেট সোনার দাম লাইভ
- ২১ ক্যারেট সোনার দাম লাইভ
- ১৮ ক্যারেট সোনার দাম লাইভ
- সনাতন পদ্ধতির সোনার দাম দাম লাইভ
তো বন্ধুরা এই পোস্টটি তোমাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করতে ভুলবেনা ।
ধন্যবাদ