Site icon Trickbd.com

ইউটিউবে যুক্ত হতে যাচ্ছে ৩টি নতুন Ai Features [New Update]

Howdy Everyone,

Ai এর যুগে যেন বাদ যাচ্ছে না কোন app অথবা কোন Project, এখন সব কিছুতেই Ai Features include করা হচ্ছে। ঠিক সেই ধারাবাহিকতায় ইউটিউবও এখন ai features নিয়ে হাজির। তবে Beta পর্যায়ে মাত্র ৩টি ai feature এর কথা উল্ল্যেখ করেছে Youtube. ফিচাগুলো নিয়ে সক্ষিপ্ত আলোচনা করা হলো-

 

Skip to the good parts


একটা video-র যে পার্টটাতে engagement বেশি অর্থাৎ মানুষ বেশিরভাগই নির্দিষ্ট ভিডিওর ঐ specefic partটাই দেখে তা দেখা যাবে “Double Tap” করে। তখন Screen এ Option আসবে Screen Ahead, সে Option এ Click করলে immediately আপনাকে engagement -ওয়ালা part এ নিয়ে যাবে এতে করে Viewerরা videoর main/enjoyement partটা তৎক্ষনিক উপভোগ করতে পারলেও Channel Owner এর watch time এ ১২টা বাজবে Sure। কিন্তু Youtube যেহেতু audience based platform তাই viewer এর কথাই মাথা রেখে এই ai features আনা হবে

 

 

Categorized comments


Channel ownerদের জন্য সবচেয়ে important part হলো viewerদের সাথে engagement create করা, যার প্রধান ও একমাত্র মাধ্যম হল “Comment Section” । এখন একজন 1M+ Youtube Subscribeযুক্ত Channel Owner স্বাভাবিক ভাবে তার হাজার হাজার Comment check করতে প্রতিনিয়তই হারিয়ে যায়। সেই সমস্যা থেকে পরিত্রানের জন্য Youtube এর “Categorised” ai Comment Features আনছে, যা দিয়ে নিমিষেই সব Commentকেই Short ও accurate ভাবে Customized করে দেখাবে ফলে Channel Owner সহ Viewerও Comment থেকে Feedback পাবে Easily!

 

 

AI chatbot to answer questions related to videos


সর্টকাট ভাবে বললে Videoর নিচে “ask” Features আনা হচ্ছে ফলে আপনি ঐ video related কোন প্রশ্ন থাকলে ai + channel owner ans. দিতে পারবে। আর mainly এই features আনা হচ্ছে education channelগুলোর জন্য যা Youtube তার বিবৃতিতে confirm করেছে। যার ফলে Student ঐ video lecture related কিছু জিজ্ঞাসা করলে ai instant ans. দিয়ে দিবে।

 

conclusion
পরিশেষে বলব Ai এই যুগে আমাদের সকল কাজকেই খুব easy করে দিলেও সবচেয়ে বাজে ব্যাপার হলো আমাদের তা কিছুদিন পরই Paid আকারে উপভোগ করা লাগে । আমার ধারণা Youtube এই ai features নিয়ে আসলেই তা youtube premium userদের জন্য হয়তো enable করবে 🙂

Source: the verge, Indian Express, Prothom alo

 

যেকোন জিজ্ঞাসা বা সমস্যা inform করতে যোগাযোগ – Telegram