আসসালামু আলাইকুম আজকের পোস্টে আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো যে কিভাবে আপনি পাইথন কোডিং এর মাধ্যমে আপনার বটের ইউজারে কে মেসেজ সেন্ড করবেন ।
আমি অলরেডি এটা নিয়ে প্রথম পার্টে এ ব্যাখ্যা করছি যে কিভাবে আপনি পাইথনের জন্য টেলিবট সেটআপ করবেন তো যারা সেই পোস্টটি দেখেন নাই তারা আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন ।
তো এখন চলে যাচ্ছি মূল পোস্টে
প্রথমে আমি টেলিবট সাইট টা ওপেন করে নিবো এবং আমার দেখানো অপশনে কিল্ক করবেন ,
তারপর আপনার বটের কমান্ডে এ চলে আসবেন এবং এডিট লেখায় ক্লিক করবেন
পাইথন দিয়ে আপনার মেসেজ পাঠানোর জন্য প্রথমে আপনাকে সিনট্যাক্স বুঝতে হবে তো আপনি যখন কোনো কমান্ডের এর রিপ্লাই সেট করবেন তখন আপনাকে নিচের কোডটি ইউজ করতে হবে
bot.replyText(message.chat.id, "এখানে আপনার লেখা আপনি লিখবেন যেটা আপনি আপনার বটের ইউজার কে দেখাতে চান")
যেমন আমি এখানে লিখলাম
দেখেন আমি যদি এখন বট ওপেন করে স্ট্রার্ট কমান্ড টাইপ করি, তাহলে দেখুন আমাকে আমার সেট করা লেখা টার রিপ্লাই দিচ্ছে
bot.replyText(message.chat.id, "এখানে আপনার লেখা আপনি লিখবেন যেটা আপনি আপনার বটের ইউজার কে দেখাতে চান")
এখন আমি আপনাকে এই কোডের সিনট্যাক্স গুলো বুঝিয়ে দিচ্ছি
bot.replyText( ) এই অংশ টা হলো ফাংশন আপনি যখন আউটপুট দেখাবেন তখন এটা ইউজ করতে হবে । ফাংশনের মধো আমরা যে লেখা টা লিখছি সেটা হলো স্ট্রিং আর স্ট্রিং। লেখার নিয়ম হলো দুইপাশে দুইটা ইনভারটেড কমা দিতে হবে।
তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের পোস্টে আল্লাহ হাফেজ।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রি জয়েন করুন এবং শিখে নিন কিভাবে এসব গেম হ্যাক করে হাজার হাজার টাকা ইনকাম করতে হয় সম্পূর্ণ ফ্রিতে।
এখনই লিংকে ক্লিক করে বিস্তারিত জানুন!”**
https://t.me/+mNY0ra9DvgM4ZTQ1