প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি।
আবারো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম,আজকে আমি আপনাদের কে দেখাবো কিভাবে শীর্ষে থাকা ২ টি ওয়েবসাইট যা থেকে $ দিয়ে ছবি ডাউনলোড করতে হয়,সেই ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে ভালো একটি রিসোলেসন নিয়ে যে কোন ছবি ডাউনলোড করতে পারবেন কোন প্রকার $ ছাড়া আর Water Mark ছাড়া একদম ফ্রিতে।
আগেই বলে রাখি,আমি যেই ওয়েবসাইট গুলো শেয়ার করবো ফ্রতে ইমেজ ডাউনলোড করতে সেই সাইট থেকে কিন্তু পার্মানেন্ট লি ডাউনলোড করতে পারবেন না।এই সাইট গুলো কিছুদিনের জন্য থাকে।
শরু করা যাক!
প্রথমে আমি দেখাবো কিভাবে Gettyimage সাইট থেকে ফ্রিতে তে ইমেজ ডাউনলোড করবেন।
প্রথমে Gettyimages সাইটে গিয়ে আপনি আপনার পছন্দ মত কি ওয়ার্ড লিখে সার্চ করুন,এবং আপনি যে কোন একটা সিলেক্ট করেন তারপর লিংক কপি করেন।
কপি করার পর Tomato.to সাইটে বিজিট করুন।
নিচের মত আসবে
তারপর কপি করা লিংক টা নিচের খালি জায়গায় পেস্ট করুন
পরে Generate Link এ ক্লিক করুন।
দেখুন ডাউনলোড বাটন আসছে ওইটাই ক্লিক করুন
অন্য পেইজে নিয়ে যাবে দেখুন ছবি টা এখানে watermark ছাড়াই শো করেছে,এখান থেকে চাপ দিয়ে ডাউনলোড করুন।
এখন দেখাবো কিভাবে Shutterstock থেকে ফ্রিতে ইমেজ ডাউনলোড করবেন,কোন প্রকার Watermark ছাড়া।
প্রথমে আপনি Shutterstock.com এ গিয়ে আপনার পছন্দমত কী ওয়ার্ড লিখে সার্চ করে,যে কোন একটা ছবি সিলেক্ট করুন এবং সেটার লিংক কপি করুন।
তারপর grabber.co.in সাইটে যান গিয়ে নিচের মত খালি জায়গায় পেস্ট করেন কপি করা লিংক টা,,তারপর Generate Link এ ক্লিক করেন
নিচের মত Download Button আসবে ওইটাই ক্লিক করুন।
তারপর নেক্সট পেইজ থেকে ডাউনলোড করে নিন,কোন প্রকার Water mark ছাড়া।
Video
আজকে এই পর্যন্ত আশা করি আমার এই পোস্ট টি অনেকেরই উপকারে আসবে,,আমি খুবি দুঃখিত যদি আমার পোস্টে কোন ভুল হয়ে থাকে।সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
C:Yeasin