Site icon Trickbd.com

এর আগের সপ্তাহজুড়ে ঘটে যাওয়া দেশের প্রযুক্তিপাড়া। Episode 1!!!


আসসালামু আলাইকুম,
টেক ওয়ার্ল্ড এ হরহামেশাই অনেক বড় বড় ঘটনা ঘটছে আর এই সব বড় বড় ঘটনার ভিড়ে অনেক সময় ছোট ছোট ঘটনা গুলো চাপা পড়ে যাচ্ছে।
আর তাইতো এর আগের সপ্তাহে প্রযুক্তি বিষয়ে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এক ঝলকে????

“পাবজি” নিয়ে ইন্দোনেশিয়ায় বিতর্ক।
অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া অনলাইন গেম পাবজি নিয়ে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। গেমটি ইসলাম অবমাননা করে এবং খেলোয়াড়দের সহিংস করে তোলে এমন অভিযোগ এনে এটিকে হারাম বলে হয়তোবা জারি করা হয়েছে।
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ এ ওলামা কাউন্সিল এমন ফতোয়া জারি করেছেন। গেমটি নিষিদ্ধ করার জন্য তারা স্থানীয় সরকারকেও আবেদন জানিয়েছেন।
মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় একমাত্র আচেহ প্রদেশে ইসলামী শরিয়া আইন কার্যকর রয়েছে।

সুপার ফ্লাশচার্জ প্রযুক্তি আনলো ভিভো।
সুপার ফ্লাশচার্জ ওয়ান টুয়েন্টি ওয়ান প্রযুক্তি আনলো চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো এটি কিভাবে কাজ করে তা নিয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

তবে এই প্রযুক্তিতে মাত্র ১৩ মিনিটে ৪০০০ মিলি এম্পিয়ার এর ব্যাটারী ফুল চার্জ দেওয়া সম্ভব বলে দাবি করা হয়েছে।
ডিভোর দাবি সত্যি হলে বাজারে থাকা কোন স্মার্টফোন চার্জের জন্য এটিই হবে সব থেকে দ্রুত সমাধান।

বিশ্বের সবচেয়ে বিপদজনক ল্যাপটপ।
বিশ্বের সবচেয়ে বিপদজনক ল্যাপটপ বলা হচ্ছে স্যামসাং এনেছি ১০ কে মাত্র ১০ দশমিক দুই ইঞ্চি স্যামসাংয়ের এই ল্যাপটপটির দাম উঠেছে ১০ কোটি ২৬ লক্ষ টাকা।
২০০৮ সালে তৈরি ১৪ জিবি ইন্টার্নাল স্টোরেজে স্যামসাং এর ল্যাপটপ এ রয়েছে বিশ্বের ভয়ঙ্করতম ৬টি ভাইরাস।
বিশ্বের প্রায় ৭০ লক্ষ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এর ম্যালওয়ার বা ভাইরাস পুরোর জন্য। তাই এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপদজনক ল্যাপটপ।

ট্যাবলেট উপাদান থেকে সরে আসছে গুগল।
আর কোন ট্যাবলেট বানাবে না গুগল নিজস্ব ট্যাবলেট উপাদান থেকে সরে আসছে তারা।
পিক্সেল বুকস লেটার্স আর কোন নতুন ভার্সন আনবে না অ্যান্ড্রয়েড নির্মাতাপ্রতিষ্ঠান টিম। এর বদলে পিক্সেল বুক ল্যাপটপে নজর দিবে তারা।
আগের বছর ১২ দশমিক তিন ইঞ্চি পিক্সেল এক্স ট্যাবলেট উনমোজন করে গুগোল নতুন দুইটি ট্যাবলেট এর চাইতে ছোট হওয়ার কথা ছিল।
চলতি বছরে কোন একটি সময় দুইটি ট্যাবলেট একসঙ্গে উন্মোচনের কথা থাকলেও মান পরীক্ষার পর গুগলের স্ট্যান্ডার্ডের না পৌঁছানো এগুলো বাতিল করা হয়।
একই সঙ্গে পুরো ট্যাবলেট লাইনঅ্যাপ বাতিল করেছেন গুগোল। তো এগুলোই ছিল এর আগের সপ্তাহে প্রযুক্তি বিষয়ে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা।
আমি ঠিক করেছি প্রতি সপ্তাহের শনিবার বিশ্বের ঘটে যাওয়া প্রযুক্তি বিষয়ে সকল আপডেট দিব।
তাই চোখ-রাখুন ট্রিকবিডিতে।
Skype এ মাত্র ৮০ টাকা দিয়ে ৪০০ মিনিট এর একাউন্ট কেনার জন্য যোগাযোগ করুন ০১৯৯৮৮১২৯৩৫
অথবা ইমেইল করুন: mastybd99@gmail.com
এবং ফেসবুকে এই লিংকে।

পোস্টটি কেমন লাগলো??? জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পছন্দ করেন।
পোস্টটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।
তো আজকের মতো এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন পোস্ট এর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আজকের মত আল্লাহ হাফেজ।