Site icon Trickbd.com

Mariana’s Web কে কেন ইন্টারনেট জগতের সবথেকে অন্ধকার এবং রহস্যময় জগত হিসাবে ধরা হয়

Unnamed

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম জটিল এবং রহস্যময় একটি বিষয় নিয়ে। যার আলোচ্য বিষয় হলো Mariana’s Web আপনি জানেন কি না জানলে চলুন শুরু করা যাক।

এর আগে আমি আপনাদের সামনে Dark Web,  Deep Web কিংবা Surfing Web এর ব্যাপারে জানিয়েছি তবে আজকে লিখতে যাচ্ছি এর থেকেও ভয়ংকর রহস্যময় একটি জগত কে নিয়ে।
হয়তো ভাবছেন কি হতে পারে এই Mariana’s Web.
তবে বলে নেওয়া ভালো হবে যে এটা এমন একটি ইন্টারনেট এর অংশ যেখানে আপনি চাইলে Dark Web এর মত Tor ব্যবহার করে প্রবেশ করতে পারবেন না । কারন লিংক থাকার পাশাপাশি সে লিংকে প্রবেশ করার মত  এক্সেস থাকতে হবে আপনার কাছে। ভাবছেন এটা আর তেমন কি লিংক দিয়েই দেখুন না হয়তো অনেকেই বলে বসবেন তবে সম্পূর্ণ পোষ্ট টি পড়ুন আগে।

এই মারিয়ানাস ওয়েব এর নাম করন করা হয় মারিয়ানাস ট্রেঞ্জ থেকে। আর এই মারিয়ানা ট্রেঞ্জ হলো প্রশান্ত মহাসাগরের সবথেকে গভীরতম জায়গা।
তো বুঝতেই পারছেন মারিয়ানা ট্রেঞ্জ যেমন সবথেকে গভীরতম স্থান ঠিক তেমনি মারিয়ানা ওয়েব ইন্টারনেট এর গভীরতম অংশ যেখানে পৌছানো সম্ভব না যদি না আপনার অনুমতি থাকে।

এখন কথা হলো কি আছে এই মারিয়ানা ওয়েব টিতে যে এত কড়া সিকিউরিটি তে রাখা হচ্ছে?

পড়ুন তাহলে বিস্তারিত লিখে গেলাম –

মারিয়ানা ওয়েব এ রয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরকারের কিংবা সিক্রেট রিসার্চ কিংবা গোপনীয় ইলুমিনাতি সংঘটনের রেকোর্ড সাথে কার্যক্রম অথবা এলিয়েন কিংবা মানুষের থেকে দূরে রাখা দরকার এমন সবকিছু যার কারনে এখানের নিরাপত্তা খুব কড়া।

ফাস হয়ে গেলে সমস্যা কি?

ঐ যে বললাম সেখানে এমন কিছু তথ্য রয়েছে যা হিতাহিত জ্ঞান কেড়ে নিতে সক্ষম।

সেখানে Ethical কিংবা White  Hat হ্যাকারদের পর্যন্ত প্রবেশ নিষেধ সেখানে আমি আর আপনি কি জিনিস।

মারিয়ানা ওয়েব এ রয়েছে শয়তানের পূজারী ইলুমিনাতি এর সাথে যোগাযোগ করার ব্যবস্থা।
আপনি Atlantic দ্বীপ এর নাম শুনেছেন নিশ্চই তাহলে হয়তো জেনে থাকবেন এটা কাল্পনিক কিন্তু ধারনা করা হয় যে মারিয়ানা ওয়েব এ এই দ্বীপ এর নকশা এবং তথ্য রয়েছে।

এবার বলুন কোন সরকার যদি এই তথ্য ফাস করতে চায় তাহলে কি হতে পারে হয়তো এমন কিছু জেনে ফেলবে যা তার জানার দরকার ছিলোনা।

আর Mariana Web এ তেমন শিক্ষনীয় কিছু নাই তাই সেখানে কেউ প্রবেশের চেষ্টা তেমন একটা চালায় না।  একটা উদাহরন দেওয়া যেতে পারেঃ-

এক ওয়েব ডেভেলপার কে Reddit এর মাধ্যমে ভাড়া করে মারিয়ানা ওয়েব এ তাদের নিজস্ব সার্ভারে একটি সাইটের কাজ করে দিতে হবে। ডেভেলপার এর তখন অর্থের প্রয়োজন ছিল তাই কাজ লুফে নিলো কারন তাকে লোভনীয় অফার করা হয়েছিল প্রথমে ফেক মনে হলেও পরে ঠিকই সত্যি হয়েছিল। ডেভেলপার কে অফার করা হয় সপ্তাহে ৫০,০০০ হাজার ডলার।

যাই হোক কাজ করতে করতে ৯ সপ্তাহ পেরিয়ে গেলো একদিন কৌতুহল বশত সার্ভারে থাকা একটি ভিডিও ডাউনলোড করে এবং যে দেখলো তা তাকে ভীত করে তুললো।

ডেভেলপার এর নাম ছিল 450w কোড হতে পারে সে এই ভিডিও টি ইন্টারনেট এ আপলোড করে এবং তার ফলে তাকে তার জীবন হারাতে হয় Hitman এর হাতে।

মারিয়ানা ওয়েব এ মানুষের উপর রিসার্চ করার মত গোপনীয় কিছু ক্লিপ এবং তথ্য রয়েছে আপনি হয়তো জেনে থাকবেন মানুশের উপর রিসার্চ করা অপরাধ তাই মারিয়ানা ওয়েব এ এই সকল তথ্য থাকে যাতে ফাস না হয়ে যায়।

এবার আসি মারিয়ানা ওয়েব এ প্রবেশ করার জন্য হ্যাক করবেন তাদের Difficult Algorithm তবে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন কারন ধারনা করা হয় তাদের সিকিউরিটি সিস্টেম কোয়ান্টাম কম্পিউটার এর মাধ্যমে পরিচালনা করা হয়।

তাহলে আগে জেনে নিন কোয়ান্টাম কম্পিউটার কে সুপার কম্পিউটার বলা হয়ে থাকে যার প্রসেসিং ক্ষমতা আমাদের সাধারন কম্পিউটার কয়েক হাজার গুন বেশী। বোঝার সুবিধার্থে বলছি ৪ থেকে ৫ টা সুপার কম্পিউটার দিয়ে USA এর মানুষদের কম্পিউটিং করার ইচ্ছা মেটানো সম্ভব ।

আর কেউ তো ধারনা করে থাকে যে মারিয়ানা ওয়েব নিয়ন্ত্রন করছে AI – Artificial Intelligence.

যাই হোক এই কল্প গল্প চলতেই থাকবে যতদিন না এটা প্রকাশ্যে আসছে কারন সিক্রেট জিনিস এর প্রতি মানুষের আগ্রহ বেশী হয়ে থাকে।

যেই ভিডিওটি প্রকাশের জন্য ডেভেলপার এর প্রান গিয়েছিল তা নিচের ভিডিওতে রয়েছে দেখে নিতে পারেন। এখানে কিছু অদ্ভুত চিত্রের দেখা মিলবে সাথে কিছু কোডের যার সংকেত বুঝতে পারবেন তা ভিডিওতে রয়েছে।


ছোট্ট এই পোষ্টে মারিয়ানা ওয়েব নিয়ে বিস্তারিত তুলে ধরা সম্ভব নয় তবে যতটুকু পেরেছি গুছিয়ে লিখার চেষ্টা করেছি তবে কোন ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

চাইলে প্রতিদিন একবার ভিজিট করতে পারেন আমার পার্সোনাল সাইটে আর লিখতে চাইলে আপত্তি নাই জানাবেন ।
সাইট লিংক – Dark Magician.Xyz

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্যকোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যেঃCyber Prince (TheDarkMagicianBD)