আসসালামু ওয়ালাইকুম,
বর্তমান সারা বিশ্বের জনপ্রিয় Social Network এর মধ্যে ফেসবুক হলো সবার উপরে ফেসবুকের ব্যবহারকারী সংখ্যা প্রায়ই আকাশ ছোঁয়া অবস্থা। বন্ধু, পরিবার, প্রিয়জন এর ভেতর যোগাযোগ সহজ করাই ফেসবুক দারুন ভাবে কাজ করে চলতেছে।
ফেসবুক যতো বেশী জনপ্রিয় হচ্ছে সাথে তৈরি হচ্ছে তার শত্রু ও বটে, ২০১৮ইং থেকে ২০১৯ইং পর্যন্ত বেশ কয়েকবার ফেসবুক এর এবং What’s App এর সার্ভার ডাউন হয়ে যাই, তবে ফেসবুক এটা বারে বারে অস্বীকার করে থাকে, এবং তাদের সাপোর্ট টিম বাড়ে বাড়ে জানাই আমরা যতো তাড়াতাড়ি সম্ভব সমস্যা টা সমাধান করার চেষ্টা করছি।
ইতি মধ্যে ফেসবুক টিম বেশ কয়েকবার ফেসবুক সম্পূর্ণ ভাবে আপডেট করছে, তারা বিভিন্ন নতুম নতুন সিস্টেম তৈরি করছে, সাথে তৈরি হচ্ছে শত্রু ও, ফেসবুক এর উপর প্রতি নিয়ত DDos Attack করা হচ্ছে এবং যার কারণে ফেসবুকের সার্ভার প্রায়ই ঘন্টার পর ঘন্টা ডাউন হয়ে থাকছে, কিন্তু ফেসবুক টিম এটা স্বীকার করতে রাজী নয় তারা জানাই এটা তাদের কোনো আপডেট সমস্যার কারণে দেখা দিছে।
আজকে সকাল ৪:৩২ মিনিট থেকে ৫:২৭ মিনিট পর্যন্ত ফেসবুক এর সার্ভার ডাউন ছিলো বাংলাদেশ এবং আমেরিকা সাথে আরও কয়েকটা দেশ এ।
এবং বিভিন্ন Browser দিয়েও চেষ্টা করে হলে Error Message করানো হয়ে থাকে।
অন্য Browser
আমাদের ওয়েবসাইট TrickRed.com এ প্রতিটি মানসম্মত ইউনিক পোস্ট এর জন্য ৫ থেকে ১০ টাকা দিয়া হয়।
আশা করি সকলেই TrickRed.com এ একবার হলেও ঘুরে আসবেন।