বহুল আলোচিত,সমালেচিত এবং জনপ্রিয় একটি অ্যাপ ভিডমেট।জনপ্রিয় হওয়া সত্ত্বেও অ্যাপটি প্লে-স্টোরে নেই।তার কারন ছিলো গুগল এটিকে ভাইরাস হিসেবে দেখতো।অবশ্য এখনও দেখে।এই অ্যাপটি ব্যবহারে ছিলো প্রচুর সমস্যা যেমনঃঃ ঘন ঘন নোটিফিকেশন,ফোন স্লো হওয়া ইত্যাদি যদিও এটি দিয়ে খুব সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড দেয়া যায়।
কিন্তু বর্তমানে অ্যাপটির দিন শেষ হতে যাচ্ছে হয়তো।অবাক হওয়ার কিছু নেই !বলছি আপনার সেই প্রিয় অ্যাপটির কথা যেটি দিয়ে আপনি খুব সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতেন।
বর্তমানে অনেকেই একটা বড় সমস্যায় পরেছে যেটি খুব বিরক্তিকর।ইউটিউব অ্যাপ থেকে শেয়ার প্রেস করে ভিডমেড ডাউনলোড লেখায় ক্লিক করলে গুগল ক্যাপচা চলে আসে।যা সমাধান করতে অনেক সময় ব্যয় হয়।
অন্যদিকে ভিটমেট অ্যাপ এ সরাসরি গিয়ে ইউটিউবে গেলে ভিডিও আসে কিন্তু ভিডিও তে ক্লিক করলে invalid response received লেখা আসে।
এতে সোস্যাল মিডিয়া ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা করতে দেখা যায়।নিচে একটি স্কিনশট দিচ্ছি দেখে নিন।
এভাবে চলতে থাকলে ভিটমেডের জনপ্রিয়তা কমে যাবে।সাধারণ মানুষ ভিটমেট এর বিকল্প খোজার চেস্টা করবে।
ভিডমেট এর বিকল্পঃ ইউটিউব থেকে ডাউনলোড করার সহজ উপায়
হয়তো ভিডমেট অ্যাপ সমস্যাটি সমাধান করবে অথবা কোনো টেকি সমধান দিবে।
তো ট্রিকবিডি বন্ধুরা,এ বিষয়ে আপনার মতামত কি?কমেন্টে অবশ্যই জানাবেন আশা করি।পোস্টটি সম্পর্ন কপিমূক্ত এবং ইউনিক।তাই কপি করলে ক্রেডিট দিবেন।