Site icon Trickbd.com

??কর্পোরেট সিমে অপরাধ হওয়া ঠেকাতে ব্যবহারকারীর তথ্য হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে✅✅

Unnamed

Assalamualikumসবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আমরা যায় স্মার্টফোন ব্যবহার করি সবার ফোনেই একটি বা দুটি করে সিম কার্ড আছে। সিম কার্ড না থাকলে ফোন করা যাবেনা Sms করা যাবেনা। মোবাইল ফোনের সাথে সিম একটি গুরুত্বপূর্ণ জিনিস।

কর্পোরেট সিমে অপরাধ হওয়া ঠেকাতে ব্যবহারকারীর তথ্য হালনাগাদ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ব্যবহারকারীদের তথ্য হালনাগাদ করা না হলে ডিসেম্বরে গিয়ে সেই সিম বন্ধ করা হবে বলে বুধবার একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে বিটিআরসি।

বিটিআরসির অফিসিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত প্রচারণা চালানো হচ্ছে যাতে গ্রাহকরা অপারেটরদেরকে এক্ষেত্রে সহযোগিতা করে, জানান বিটিআরসির এক কর্মকর্তা।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হালনাগাদ করা না হলে সেসব সংযোগ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।

আরো জানা যারা কর্পোরেট সিমের ক্ষেত্রে একটি অফিসের কেবল একজন ফোকাল পয়েন্টের সকল তথ্য এবং বায়োমেট্টিক ভেরিফিকেশন হয়ে থাকে। আর বাকি যারা এই সব সিম ব্যবহার করেন তাদের কেবল নামের তালিকা জমা দিতে হয়।

এসব সিম যেহেতু নানা সময়ে নানান জনে ব্যবহার করেন সে কারণেই মাঝে মাঝেই তাদের তথ্য নেবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

সংশ্লিষ্টরা জানান, মূলত নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে কর্পোরেট ইস্যুকৃত সিম অনেক সময়েই উচ্চ মূল্যে কিনে চাঁদাবাজি, অপহরণকারী ও সন্ত্রাসী কাজে ব্যবহার করা হয় বলে অভিযোগ আছে।

গত বছরও র‌্যাবের অভিযানে এমন পাঁচ শতাধিত কর্পোরেট সিমসহ গ্রামীণফোনের দুই জন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। ওই সব সিমের সবই আগে থেকেই চালু অবস্থায় ছিল।

তারপর থেকেই এ ধরনের অযাচিত সিম ব্যবহার বন্ধে কঠোর অবস্থান গ্রহণ করে বিটিআরসি। ফলে গত ফেব্রুয়ারিতে কর্পোরেট সিম নিবন্ধের ক্ষেত্রে পাঁচটি নির্দেশনা জারি করা হয় যেখানে পূর্বানুমোদনের পরেই কর্পোরেট হাউজগুলোর কাছে সিম বিক্রির অনুমোদন দেওয়ার বিধান চালু করে

বিটিআরসি খুব সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে এতে করে খারাপ কাজে সিম কার্ড আর কেউ ব্যবহার করতে পারবেনা। বর্তমানে অনেকেই অন্যের আইডি কার্ড ব্যবহার করে সিম কার্ড কিনছেন। খারাপ কাজে ব্যবহার করার জন্য এটা ঠিক না। এস কাজ থেকে সবাই বিরত থাকেন

বিঃদ্রঃ এই নিউজটি প্রথমে অনলাইনে প্রকাশিত হয়। ট্রিকবিডি সকল মেম্বারদের জানানোর জন্য নিউজটি নিজের ভাষার লিখে প্রকাশ করা হয়েছে।

??পোষ্টি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং লাইক দিবেন ??