আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই নানা তথ্যের জন্য মাঝেমাঝেই Wikipedia ঘাঁটি। এই Wikipedia-র দুটো App-ও‌ নিয়ে এসেছে Wikimedia Limited। যার একটি হচ্ছে Wikipedia Beta। এতদিন Wikipedia Beta-তে Dark Mode চালু থাকলেও সেটাকে Pitch Black বলা যায় না, অনেকটা ধূসর ধরনের ছিলো। শেষমেষ গত পরশুদিন (২৬শে নভেম্বর) Wikipedia‌ Beta-র 2.7.50305 Version Release দিয়েছে Wikimedia Limited। এই Version-এ Android 10-এর System-এর মতো Dark Mode On করা হয়েছে যাকে Black Mode হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে রাতের বেলা চোখকে অতিরিক্ত আলো থেকে রক্ষা করা যাবে।

তথ্যসূত্রঃ Android Police

 

কীভাবে চালু করবেন?

প্রথমে নিচের Download Link থেকে Wikipedia Beta Download করে নিন-

Download Wikipedia Beta

Size: 7.8 MB

Released On: 26 Nov 2019

 

 

এবার এটা install করে Open করুন।

উপরের বাম পাশের Option Bar-এ ক্লিক করুন।

 

Settings-এ ক্লিক করুন।

 

App Theme-এ যান।

 

 

এখানের Black-এ ক্লিক করুন। আর Black Mode উপভোগ করুন।

 

Screenshots

 

ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

2 thoughts on "Wikipedia Beta App-এ Android 10 System Level Dark Mode চালু হলো"

    1. Azim Author Post Creator says:
      Thank you.

Leave a Reply