আসসালামূ আলাইকুম


এবং অন্যন্যা ধর্মের ভাইদের প্রতি আমার আন্তরীক ভালোবাসা রইল।


আমার নাম
AJ sabbir আমি ট্রিকবিডির একজন কন্ট্রিবিউটেটর। সেই জন্য পোষ্টটি পাবলিশ করার জন্য Sadikur Rahaman ভাইয়ের প্রতি আমি আন্তরীক ভাবে কৃতঙ্গ।

এতক্ষন অনেক কথাই বললাম, তো আমি আর কোন কথা না বাড়িয়ে আসল কাজে আসি।
আমরা যখন ওয়েব সাইট বানাতে যায় তখন আমাদের কাছে যা জরুরু হয়ে ওঠে তা হলো হোষ্ট নির্বাচন। অনেকেই আবার এই নির্বাচনে ভুল করে, অনেকেই আমার মতো প্রতারনাই পড়েছে। আমিও প্রথমবার প্রতাড়নাই পড়েছিলাম। পরে হোষ্ট পরিবর্তন করেছি। তো বন্ধুরা আজ আমি হোষ্ট নিয়েই কিছু আলোচনা করব। আমি যে হোষ্টটির কথা বলছি, তার নাম

SmartHostBD এটা আমি প্রাই 6 মাস জাবত ব্যাবহার করছি। সৌজন্য: Rakin Islam
(১) কেন এই হোষ্ট নিব, খরচের দিক থেকে? ans= এটা অন্য যেকনো হোস্টের থেকে কম রেটে দেয়।
(২) এটা কেমন হবে? ans= অসাধারণ 99.99% Uptime ও সুপার ফাস্ট। সাথে ইউজার ফ্রেন্ডলি সাপোর্ট
আরো রিভিউ:

আপনারা হয়তো এর আগে অনেক হোস্টিং সাইট ব্যবহার করছেন কিন্তু ভালো Service বা Speed পাচ্ছেন না। দেখা যায় সাইটের পেজ লোড হতে অনেক সময় লাগে, আবার দেখা যায় সাইটে প্রবেশ ও করা যায় না। তাইতো আজ আমি আপনার মাঝে একটা হোস্টিং সাইট নিয়ে আসলাম তো এটাতে আপনারা ভাল স্পীড পাবেন এবং ব্যবহার করে অনেক মজা পাবেন। আমি এই হোস্টিং সার্ভার এর সার্ভিস অনেক দিন ধরে ব্যবহার করতেছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। বলতে পারেন আপনি হয়তো দালালি করতেছেন। তো আমি একটা কথা বলি ভালো জিনিসের প্রশংসা সবাই করবে। তাই একবারে জন্য হলেও এই সার্ভারের একটা সার্ভিস ব্যবহার করে দেখতে পারেন। আমি নিচে এই সার্ভারের কিছু Review দিলাম আপনার দেখে নেবেন…

SmartHostBD.com
SmartHostBD.com

এই সার্ভারের Ranking ও অনেক ভালো।

SmartHostBD.com

এছাড়াও এই সার্ভারে পুরো জানুয়ারী মাস জুড়ে রয়েছে বিশাল ছাড়।
এই অফার চলাকালীন সময়ে যেকোন হোস্টিং প্যাকেজ কিনতে পারেন ৫০% ডিসকাউন্টে।

Promo Code:- SABBIR

Server Link:- SmartHostBD

এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি কেন SmartHostBD নিয়ে পোষ্ট করেছি? আমি কি তাদের পার্টনার? অথবা পেমেন্টের জন্য? = আসলে এই আইডিও আমার না সার্ভার ও আমার না। জনকল্যানের জন্য পোষ্টটা করেছি। সামনে পরিক্ষা তবুও। আমার টিপসমুলক ব্লগ TwiceBD.xyzএ অ্যাডসেন্স পেয়েছি এই জন্য পেমেন্ট দেয়া হচ্ছে অথরদের।এবং এডমিন গনের অবগতির জন্য সাইটে কিছু ভালো মোডারেটর ও ইডিটর প্রয়োজন।তাছাড়া প্রতি পোষ্টে 4-6 টাকা ও 20/50 টাকা হলেই পেমেন্ট।এবং রেজি করেই অথর পদ পাবেন।
আশা করি সবাই ভালো কমেন্ট করে অথরকে অনুপ্রেরনা যোগাবেন। এই পরিক্ষার চাপের মধ্য অনেক কষ্টে সেয়ার করলাম। আবারো আমি Sadikur ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সৌজন্য: Twicebd.xyz ফেসবুকে আমাকে পাবেন কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব।

খোদা হাফেজ






9 thoughts on "আপনার সাইটের হোষ্টিং নিয়ে টেনশন? তাহলে নিন আপনার ওয়েব সাইট তৈরীর জন্য সবচেয়ে দেশের শেরা ও সুপার ফাস্ট হোষ্টের সাজেশন। সাথে পাচ্ছেন 50% ডিস্কাউন্ট..!!! with money back guarenty and any payment method $$!!"

  1. AJ sabbir Author says:
    jio sadikur rahaman bro….!
  2. Nur Md Nirob Contributor says:
    হুমম ৷দেখলাম ৷ প্রমো কোডটা দেয়ার পরও আগের মতোই আসে ৷
  3. AJ sabbir Author says:
    আচ্ছা ভাইয়া আবার ট্রাই করে দেখুন। অথবা প্রোমো কোড 2020 দিয়ে দেখুন।
  4. AJ sabbir Author says:
    বি:দ্র: প্রোমো কোডটা শুধু মান্থলি অর্ডারে কাজ করবে।
    1. FAIHAD Contributor says:
      @AJ Sabbir এসব আলতু ফালতু পোষ্ট যে কেন করেন।তাই অথর হইতে পারেন নাই
    2. Nur Md Nirob Contributor says:
      hmm.payment kore but ……
  5. 504 Bad Getway Contributor says:
    Sadikur vaike onekdin por daklam
    1. AJ sabbir Author says:
      না ভাই, পোষ্টটা আমিই করেছি, সাদিকুর ভাইয়ের আইডি থেকে।

Leave a Reply