Site icon Trickbd.com

আর কিনতে পারবেন না গ্রামীণফোনের সিম! বিস্তারিত পোস্টে.

Unnamed

ট্রিকবিডির সকল মেম্বারদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এত দেরিতে পোস্ট করার জন্য. এই নিউজটি দুইদিন আগেই দেখেছিলাম কিন্ত সময় স্বল্পতার কারনে পোস্ট করতে পারিনি, সত্যি বলতে অনেকদিন হলো ট্রিকবিডিতে পোস্ট করা হয়না, ?

আজকে ট্রিকবিডিতে এসে দেখলাম এ বিষয়টি কেউ শেয়ার করেনি, তাই পোস্টটি লিখছি_

কিছু তথ্য
বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীনফোন যার বর্তমান গ্রাহক সংখ্যা ৬কোটি ৯২ লক্ষ.
গ্রামীণফোন দুইটি নাম্বারে সেবা প্রদান করে থাকে +৮৮০ ১৭ XXXXXXXX এবং +৮৮০ ১৩ XXXXXXXX. তার মধ্যে ০১৩ নাম্বারটি ২০১৬ থেকে চাইলেও ২০১৮ সালের শেষের দিকেই পেয়েছিল গ্রামীনফোন …তবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন থেকে বলা হয়েছিল এই সিরিজের মাত্র দুই কোটি সিম বিক্রি করতে পারবে.
.

কিছুদিন আগে বলা হয়েছিল, সরঞ্জাম আমদানি এবং প্যাকেজের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে দুই সপ্তাহ পর থেকে নতুন নম্বর ইস্যু করতে পারবে না মোবাইল অপারেটরটি। তাদের স্টকে যে সিম ছিল ইতিমধ্যেই প্রায় সকল সিম বিক্রি হয়ে গেছে,

মূল কথা
গ্রামীণফোনের সিম আর পাওয়া যাবে না বাজারে। বর্তমানে বাজারে থাকা গ্রামীণের দুইটি সিরিয়াল ০১৭ ও ০১৩ এর সব সিম আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। পুরানো বন্ধ সিম রিসাইকেল করার অনুমতি না পাওয়া এবং সরঞ্জাম আমদানি এবং প্যাকেজের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়াতেই এই অবস্থা হয়েছে বলে জানা গেছে। তথ্যগুলো জানিয়েছেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান।

ইয়াসির আজমান বলেন, গ্রামীণফোনের যেসব সিম বাজারে রয়েছে তা এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে বাজারে গ্রামীণফোনের সিম (০১৭ ও ০১৩ নম্বর সিরিজ) পাওয়া যাবে না। আমাদের হাতে কোনো সিম নেই। খুচরা বিক্রেতাদের হাতে কিছু সিম রয়েছে। সেগুলো শেষ হয়ে গেলে বাজারে আর সিম পাওয়া যাবে না।
.

পোস্টটি কোন পেপারে দেখেছিলাম মনে নেই, তাই সোর্স দিতে পারলামনা, চেষ্টা করেছি নিজের মত করে তথ্য সংযোজন করতে…আর একটি কথা পোস্টটি ছোট হলেও নিজে যাচাই করেই তারপর লিখছি, সুতরাং এমন মন্তব্য কাম্য নয় যাতে লেখকের মনোবল ভেঙে যায়..

(বি দ্র:) পূর্বে প্রতিশূতি দিয়েছিলাম নতুন কিছু সিরিজ আকারে আনব, কিন্তু সময় স্বল্পতার কারনে তা এখনো সম্ভব হয়ে ওঠেনি, সময় পেলে অবশ্যই পোস্ট গুলো করব…

Information collected from
Wikipedia
Bdnews24
Unknown source
Prove