Site icon Trickbd.com

বিকাশ একাউন্ট থেকে সুদ গ্রহন কিভাবে বন্ধ করবেন। (বিস্তারিত)

Unnamed

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ যারা সুদহীন জীবন যাপনের চেষ্টা করে থাকেন তাদের জন্য। সামান্য ৫-১০টাকা সুদও আপনার বিশাল অংকের বৈধ টাকা অপবিত্র করে দিতে পারে, তাছাড়া সুদের ভয়াবহ গুনাহের কথা আমরা সবাই জানি। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক।


যারা মোবাইল ব্যাংকিং বিকাশ ব্যবহার করেন বছরে ২বার অর্থাৎ ৬মাস পর পর তাদের একাউন্টে জমানো টাকার উপর ভিত্তি করে কিছু টাকা সুদ হিসেবে দেয়া হয়। সেটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয় যে, আপনার একাউন্টে কত টাকা সুদ হিসেবে যোগ হয়েছে। সেটা হতে পারে ১টাকা, ২টাকা, ৫টাকা বা ১০টাকা।

এই সুদের হিসাবটা হয় গত একমাসে ক্যাশ ইন এবং ক্যাশ আউট বাবদ আপনার একাউন্টে কত টাকা জমা আছে তার উপর ভিত্তি করে।


চলুন আগে বিস্তারিত জেনে নেয়া যাকঃ

আপনি বিকাশ একাউন্টে টাকা জমিয়ে বছরে ৪% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারেন।

উদাহরণস্বরুপ, আপনার বিকাশ একাউন্টে যদি একটি মাসজুড়ে কমপক্ষে ১,০০০ টাকা থাকে, ঐ মাসে ২ টি লেনদেন করেন এবং ঐ মাসের গড় ব্যালেন্স যদি ১,০০০ থেকে ৫,০০০.৯৯ টাকার মধ্যে থাকে তাহলে আপনি ঐ মাসের গড় ব্যালেন্সের উপর ১.৫% বাৎসরিক হারে ইন্টারেস্ট পাবেন।

⛔ মূলত সুদ দেয়া হয় বছরের হার ভিত্তিতে। অর্থাৎ আপনার একাউন্টে ১২,০০০+টাকা একমাস জমা থাকলে মাস শেষে আপনি পাবেন ১.৫ (দেড়) টাকা বা তার কিছুটা বেশি।

ইন্টারেস্ট পাবার শর্তসমূহঃ

* আপনার KYC ফরম বিকাশ কর্তৃক গৃহীত হতে হবে এবং আপনার একাউন্টটি একটিভ থাকতে হবে
* মাসে কমপক্ষে আপনাকে ২ টি আর্থিক লেনদেন (“ক্যাশইন”, “ক্যাশআউট”, “ATM ক্যাশআউট”, “পেমেন্ট”, “ সেন্ডমানি” অথবা “ ​মোবাইল রিচার্জ ​”) করতে হবে
* মাসজূড়ে প্রতি দিনশেষে আপনার একাউন্টে কমপক্ষে ১,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে
* মাসশেষে প্রতিদিনের গড় ব্যাল্যান্সের উপর আপনার প্রাপ্ত ইন্টারেস্টের পরিমান হিসাব করা হবে
সরকারী নিয়ম অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্স কর্তন সাপেক্ষ্যে বছরে দুই দফায় আপনার একাউন্টে ইন্টারেস্ট প্রদান করা হবে

ইন্টারেস্ট সেবা চালু করাঃ

উপরোক্ত শর্ত পালনের মাধ্যমে সকল নতুন এবং পুরাতন বিকাশ কাস্টমারগণ তাদের বিকাশ একাউন্টে ইন্টারেস্ট পাবেন। সেবাটি চালু করার জন্যে কিছুই করতে হবেনা।

ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করাঃ

আপনার একাউন্টে ইন্টারেস্ট গ্রহণ করতে না চাইলে নীচের ধাপগুলো অনুসরণ করুনঃ

** আপনার বিকাশ একাউন্ট নম্বর থেকে 16247 এ কল করুন
ভাষা নির্বাচন করুন (বাংলার জন্যে ১ এবং ইংরেজির জন্যে ২ )
জমানো টাকার উপর ইন্টারেস্ট এবং অন্যান্য তথ্যের জন্য ৫ চাপুন
** ইন্টারেস্ট সংক্রান্ত তথ্যের জন্যে ১ চাপুন

ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে ১ চাপুন (সেবাটি পূর্বে বন্ধ করা থাকলে পুনরায় চালু করতে চাইলে ২ চাপুন)
** আপনার অনুরোধটি গৃহীত হলে আপনাকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অনেক সময় মেসেজ নাও আসতে পারে।

?তবে উপরের ধাপগুলো অনুসরণ করলে নিশ্চিতভাবেই সুদ আসার অপশন বন্ধ হবে। অর্থাৎ পরবর্তীতে আপনার একাউন্টে আর সুদ হিসেবে কোনো টাকা জমা হবেনা।

যাদের জাভা ফোন এবং যারা এখনো মাই জিপি এপে লগইন করেননি তারা যোগাযোগ করুন তাদের 55 এমবি এবং 55 এস এম এস দেওয়া হবে। যারা ইচ্ছুক তারা ফেসবুকে আমার সাথে যোগাযোগ করেন। Facebook