আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
ফাইভজি বিষয়ক সব ষড়যন্ত্র তত্ত্ব মুছে দিচ্ছে ইউটিউব
ভুয়া তথ্য ও ষড়যন্ত্র তত্ত্ব ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ইউটিউব। নিজেদের নীতিমালা গুলোকে আরও কঠোরভাবে কার্যকর করতে কাজ করছে তারা। এর অংশ হিসেবে ইউটিউব থেকে ফাইভজি সম্পর্কিত সব ষড়যন্ত্র তত্ত্ব সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বের জন্য বিখ্যাত ডেভিড ইচকে ফাইভজির সঙ্গে করোনাভাইরাসের সংযোগের একটি ভিত্তিহীন তত্ত্ব ইউটিউবে প্রচার করলে বিষয়টি নিয়ে সমালোচিত হয় ইউটিউব। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা আর এমন ভিডিওকে ইউটিউবে যায়গা দেবেন না।
ইউটিউবের তরফ থেকে বলা হয় এখন ইউটিউবের নীতিমালা তো বটেই, তার সঙ্গে করোনাভারাইস মহামারি বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলোর নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এমন কোনও ভিডিও তারা আর প্রকাশ করতে আর দেবে না।
ভুয়া তথ্যের ছড়িয়ে পড়া রোধ করতে হোয়াটসঅ্যাপও পদক্ষেপ নিচ্ছে। কোনও একটি মেসেজ যদি পাঁচজনের কাছে ফরওয়ার্ড হয়ে থাকে, তাহলে সেই মেসেজকে তারা আর একসঙ্গে একাধিক মানুষকে ফরওয়ার্ড করতে দেবে না। কেবল একজনকেই পাঠান যাবে।