আসসালামুআলাইকুম
আশা করি সকলে ভাল আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি অসাধারণ ট্রিক নিয়ে হাজির হলাম।আশা করি সকলের ভাল লাগবে।
Cloud Storage Service এর ভেতর Google Drive সবচেয়ে বেশি জনপ্রিয়। আমরা বেশিরভাগ মানুষই Google Drive ব্যাবহার করে থাকি।তবে আমাদের শুধুমাত্র 15 GB Storage দেওয়া হয়ে থাকে।এর বেশি Storage নিতে গেলে আপনাকে গুনতে অনেক টাকা। তাই আজ আমি দেখাবো কিভাবে Free তে Google Drive এর Unlimited Storage নিবেন।
প্রথমে আমার দেওয়া লিংকে যান Click Here.
নিচের মত একটি পেজ আসবে।
1st Box এ আপনি যে নাম এ Unlimited Storage নিতে চান তা লিখুন
2nd Box এ আপনার GMail Address দিন যেটায় Unlimited Storage নিতে চান।
তারপর যেকোনো একটি Edu Mail Select করুন
তারপর Human Verification করুন
Get লিখায় Click করুন।
আপনার সামনে একটি PopUp Message Show করবে। OK করুন সেটায়।কাজ শেষ।
এবার এইখানে ক্লিক করুন।
দিয়ে বাম পাশের Menu তে ক্লিক করলে My Drive এর নিচে Shared Drive দেখতে পারবেন।সেটাতে ক্লিক করুন। দেখুন যে নাম আপনি দিয়েছিলেন সেই নামেই আপনার Unlimited Storage হয় গিয়েছে।
বুঝতে সমসা হলে নিচে ভিডিও আছে দেখে নিতে পারেন আর আমায় একটু সাপোর্ট করতে পারেন।
WarninG
এটি একটি Shared Drive. আপনি যেই Mail Selected করেছিলেন সেই মেইলের মালিক চাইলে আপনার শেয়ারেড ড্রাইভে Access নিতে পারবে।তাই ব্যাক্তিগত, সিক্রেট বা এমন কিছু রাখবেন না যাতে আপনার সমস্যা হয়.
এরকম আরো সব অসাধারণ ট্রিক পেতে SUBSCRIBE করতে পারেন আমাদের YouTube Channel টি।
SUBSCRIBE NOW
এছাড়া আমাদের সাথে চাইলে ফেসবুকে জয়েন হতে পারেন। Join Our Group