Howdy cheaf,
এই নতুন আইফোনের প্রতীক্ষায় রয়েছেন অ্যাপলপ্রেমীরা, আগামী ১৩ অক্টোবর তাঁদের সে অপেক্ষার অবসান হতে পারে।
ওই দিন আইফোন ১২ সিরিজের নতুন স্মার্টফোন উন্মুক্ত করতে পারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট Apple_Insider এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৩ অক্টোবর নতুন আইফোন ঘোষণার পর ১৬ অক্টোবর থেকে এর Pre-Order নেওয়া শুরু হতে পারে।
অ্যাপল–সংশ্লিষ্ট একটি সূত্রের মাধ্যমে অ্যাপল ইনসাইডার (https://appleinsider.com/)বলেছে, ১৩ অক্টোবর যেসব আইফোন বাজারে আনা হবে সবগুলোতেই ৫জি নেটওয়ার্ক সুবিধা থাকবে। এর আগে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, ১২ অক্টোবর আইফোন ১২ আসতে পারে।
Source https://appleinsider.com/articles/20/06/14/alleged-iphone-12-molds-hint-at-appearance-of-2020-models
এর আগে মাইড্রাইভার্সের এক প্রতিবেদনে নতুন আইফোনের সম্ভাব্য দাম সম্পর্কে পূর্বাভাস দেওয়া হয়।
তাতে বলা হয়, আইফোন ১২–এর দাম শুরু হতে পারে ৬৪৯ মার্কিন ডলার থেকে। আইফোন ১১ যে ৬৯৯ মার্কিন ডলার দামে বিক্রি হয়েছিল তার তুলনায় আইফোন ১২ কম দামে বাজারে পাওয়া যাবে। এর বাইরে আইফোনের অন্য সংস্করণগুলোর দাম হতে পারে যথাক্রমে ৬৯৯, ৭৪৯, ৯৯৯ ও ১ হাজার ৯৯ মার্কিন ডলার।
? এর আগে ১৫ সেপ্টেম্বর অ্যাপল তাদের ‘টাইম ফ্লাইস’ নামের অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ ও নতুন আইপ্যাড মডেলের ঘোষণা দিয়েছে। অ্যাপল ওয়াচ_6 মডেলটিতে রক্তে অক্সিজেন মাপার সুবিধার পাশাপাশি ইসিজি, হৃৎস্পন্দনসহ অন্যান্য সেন্সর সুবিধা যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে A12 চিপসেটযুক্ত অষ্টম প্রজন্মের আইপ্যাডের ঘোষণাও এসেছে। যুক্তরাষ্ট্রের বাজারে ১০.২ ইঞ্চি রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাডের দাম শুরু হচ্ছে ৩২৯ মার্কিন ডলার থেকে। এটি Ipad OS ১৪ সংস্করণে চলবে।
অনুষ্ঠানে Ipad Air-এর ঘোষণাও দেয় অ্যাপল। সম্পূর্ণ স্ক্রিন নকশার ১০.৯ ইঞ্চি মাপের লিকুইড রেটিনা ডিসপ্লেযুক্ত আইপ্যাড এয়ারে থাকছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, টাচ আইডি সেন্সরসহ নানা ফিচার। এতে বায়োনিক এ১৪ চিপসেট আইপ্যাড ওএস ১৪ ব্যবহৃত হচ্ছে।
অ্যাপল আশা করছে, এ বছর তারা ৮ কোটি ইউনিট নতুন আইফোন বিক্রি করবে।
তবে বিশ্লেষকেরা বলছেন, যদি চাহিদা ঠিক থাকে তবে অ্যাপলকে নতুন আইফোন সরবরাহে হিমশিম খেতে হবে।
অ্যাপল ইতিমধ্যে এ১৪ চিপসেটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, যা আইফোন ১২ তে ব্যবহৃত হবে। এ চিপসেট ব্যবহারের ফলে আইফোন ১১-এর তুলনায় আইফোন ১২ বেশি গতিসম্পন্ন হবে। বিশ্লেষকেরা ধারণা করছেন, এবার বাজারে ৫জি সুবিধার প্রথম স্মার্টফোন আনতে পারে অ্যাপল।
All Rights reserved by
Apple_insider & Mydiverse
আজকে এই পর্যন্তই,
সুস্থ থাকুন- ভাল থাকুন।
Bye✌