Site icon Trickbd.com

দেশের তথ্য নিয়ে তৈরী বাংলাক্যাট দ্বারা নির্মিত প্রথম ফেসবুক গেইম

Bangladesh Unlocked

(Game Name)

Howdy Everyone,

ফেসবুকে ‘বাংলাদেশ আনলকড’ নামের একটি গেম তৈরি করেছে বাংলাক্যাট। গেমটি তৈরির পেছনে কিছু সামাজিক উদ্দেশ্য রয়েছে বলেন  বাংলাক্যাট অথরিটি। তাদের facebook Page এ বলেছেন বাংলাদেশ আনলকড গেমটির মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাস, ভাষা, স্থান,  অর্জন, অর্থনীতি, সমাজব্যবস্থা, খেলাধুলা এবং সমসাময়িক প্রেক্ষাপটের খবর জানানো হবে।

গেমটির স্লোগান

‘দেশকে জানুন, নিজেকে চিনুন!’

নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যাটারপিলার ইনকরপোরেটেডের অনুমোদিত পরিবেশক বাংলা ট্র্যাক লিমিটেড। বাংলাদেশে এটি বাংলাক্যাট নামে পরিচিত।

বাংলাক্যাটের বিজ্ঞপ্তিতে গেমটি সম্পর্কে বলা হয়েছে, প্রশ্নোত্তরভিত্তিক গেমটি খেলতে চাইলে ফেসবুকে অ্যাকাউন্ট থাকতে হবে। এটি কোনো অ্যাপ নয়। তাই আলাদা করে ডাউনলোডের ঝামেলা নেই।

যেহেতু ইনস্টল করার যামেলা নাই তাই আমাদের সকলেরই উচিত Gameটা একটু হলেও try করা।

এই লিংক এ ক্লিক করেই খেলে আসতে পারেন গেইমটি [ ফেসবুক Link]

 

✅সোর্স-  BanglaCat Facebook Page
Official site – https://www.banglacat.com/

সুস্থ থাকবেন, সচেতন থাকবেন

BYE?