Site icon Trickbd.com

পৃথিবীসেরা ইকমার্স প্রতিষ্ঠানগুলোর নামের অর্থ

Unnamed

পৃথিবীসেরা ইকমার্স প্রতিষ্ঠানগুলোর নামের অর্থ কী? অ্যামাজন, ইবে, রাকুটেন, আলিবাবা, ওয়ালমার্ট নামকরণ কিভাবে হলো? অর্থ কি? চলুন জেনে আসা যাক।

১.অ্যামাজন: জেফ বেজোস বুক স্টোর হিসেবে আমেরিকায় ‘ক্যাডাব্রা’ (Cadabra) প্রতিষ্ঠা করেন। কিন্তু সেটা ভুল উচ্চারিত হতো ‘ক্যাডাভের’ (Cadaver) নামে। সে Awake, Browse, Bookmall নামেও ডট কম ডোমেইন কিনেছিলো। তারপর আবার রিলেন্টলেস (Relentless) ডট কম ডোমেইন কিনে ব্যবসায় করতে থাকে। সবিশেষ নামকরণ করা হয় অ্যামাজন।

বেজোস ডিকশনারি খুঁজে অ্যামাজন নামটি নির্বাচন করেন। কারণ, ‘অ্যামাজন’ নামের নদীটির ভিন্নতা ও বিশেষত্ব তাকে আকৃষ্ট করে এবং শব্দটি ডিকশনারিতেও উপরের সারিতে থাকে। সে এটাও বলেছিলো যে অ্যামাজন হলো পৃথিবীর বৃহত্তম নদী, এবং সে তার স্টোরকে পৃথিবীর সবচেয়ে বড় বুক স্টোর হিসেবে পরিণত করার পরিকল্পনা করছে।

২.ইবে: ১৯৯৫ সালে সফটওয়্যার ডেভেলপার পিয়ের ওমিডিয়ার আমেরিকায় ‘অকশনওয়েব’ নামে ওয়েবসাইট খুলে পরিক্ষামূলকভাবে একটি ভাঙ্গা লেসার পয়েন্টার বিক্রি করতে পেরে ভাবে যে এভাবেও মানুষ কিছু কিনে। নিশ্চয়ই ভালো কিছু একটা হতে চলেছে।

তখন তারা তাদের কম্পিউটার কনসালটিং কোম্পানির নাম দেন ‘ইকো বে’ (Echo Bay)। কিন্তু দুর্ভাগের বিষয় হলো তখন echobay(.com) ডোমেইনটি খালি না থাকায় তারা ‘Echo’ থেকে ‘cho’ বাদ দিয়ে শুধু ‘E’ নিয়ে তার সাথে ‘Bay’ যোগ করে ‘ইবে’ (eBay) প্রতিষ্ঠা করেন।

৩.রাকুটেন: ১৯৯৭ সালে হিরোশি মিকিতানি জাপানে ‘এমডিএম ইনকর্পোরেটেড’ (MDM, inc) প্রতিষ্ঠা করেন। দুই বছর পর তিনি ‘এমডিএম’ থেকে ‘রাকুটেন’ (Rakuten) নামে নামকরণ করেন। জাপানিজ শব্দ ‘রাকুটেন’ এর বাংলা অর্থ ‘আশাবাদ’।

পৃথিবীসেরা দশটি ইকমার্সের একটি হলেও আমাদের দেশে এর নাম ততোটা সুপরিচিত নয় যতটা না অ্যামাজন,আলিবাবা পরিচিত।

৪.আলিবাবা: জ্যাক মা একটা কফিশপে বসে এই নামটি ঠিক করেছিলেন। সে ওয়েটর্স কে জিজ্ঞেস করেছিলেন, “আপনি কি আলিবাবা’কে জানেন?” প্রতোত্তরে সে বলে, “Open Sesame” (চিচিংফাক)। এই ফ্রেইজটি বুঝায় “গুপ্তধনের ঘরের দরজা খোলার জাদুমন্ত্র”। জ্যাক মা রাস্তায় বের হয়ে সাধারণ পথচারীদেরকে জিজ্ঞেস করলে তারাও একই উত্তর দেন। কেননা আলিবাবা ও ৪০ চোর গল্পটি সবারই জানা।

জ্যাক মা ‘আলিবাবা’ নামটি পছন্দ করেন কারন আলিবাবা ছিলেন একজন দয়ালু ও সৎ ব্যবসায়ী যিনি গ্রামকে রক্ষা করেছিল। তার নামটি সহজ, শ্রুতিমধুর এবং পৃথিবীব্যাপী জ্ঞাত থাকায় জ্যাক মা এই নামটি নির্বাচন করেন।

৫.ওয়ালমার্ট: ১৯৬২ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটি ডিস্কাউন্ট স্টোর হিসেবে ব্যাপক পরিচিত। স্যাম ওয়াল্টন তার নামের প্রথম তিন অক্ষর ‘Wal’ এর সাথে ‘Mart’ যোগ করে ওয়ালমার্ট (Walmart) নামকরণ করেন। রাকুটেন এর মতো ওয়ালমারর্টের নামও আমাদের দেশে ততোটা সুপরিচিত নয়।

আরোও অনেক জনপ্রিয় ইকমার্স প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর নামকরণ নিয়ে আরেকদিন বলবো।

বি:দ্র: একান্তই নিজের ক্ষুদ্র জ্ঞান দ্বারা কোম্পানিগুলোর নামকরণের ইতিহাস থেকে লিখেছি। অন্যের মতামতের সাথে মিল-অমিল থাকাটাই স্বাভাবিক।

© Moshiur Piyas
MEZONYM: Brandable Domain