Site icon Trickbd.com

চলে এসেছে ফেসবুকের বিকল্প বাংলাদেশী সোশ্যাল সাইট [একদম প্রিমিয়াম ফিল]

Unnamed

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন।
আপনারা হয়তো জানেন যে গতকাল বাংলাদেশী একটি সোশ্যাল সাইট লন্স হয়েছে।
সাইট টি যেমন ফাস্ট তেমনি তথ্য সুরক্ষাই দিচ্ছে ১০০% গ্যারান্টি। সাইটটির গ্রাফিক্স ডিজাইন অনেক সুন্দর। সামনে আশা করা যায় আরো অনেক সুন্দর ইম্প্রোভমেন্ট আসবে।
চলুন দেখে নেওয়া যাক সাইট টির কিছু স্কিন শট এবং কি কি আছে এতেঃ-


১:- টাইমলাইনে পোস্ট পিন করতে পারবেন।

২:- কেউ আপনার প্রোফাইল ভিজিট করলে নোটিফিকেশন পাবেন।

৩:- ইমেইল বা ফোন নাম্বার ছাড়া ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন।

৪:- স্বল্প মূল্যে দেশীয় টাকায় পোস্ট এবং পেইজ বুস্ট করতে পারবেন।

৫:-রয়েছে মার্কেটিং অপশন ও বিজনেসপ্লেস।

৬:- কম্পিউটারের মত আর্টিকেল লেখার সিস্টেম।

৭:- অডিও পোস্ট সিস্টেম।

৮:- পিডিএফ ফাইল আপলোড সিস্টেম।

৯:- ভয়েজ কমেন্ট সিস্টেম।

১০:- আলট্রা লক সিস্টেম।

১১:- শুভেচ্ছা মেসেজ সিস্টেম।

১২:- থ্রীডি ইমোজি আলট্রা মোড সিস্টেম।

১৩:- অটো ফলো সিস্টেম

১৪:- Anonymous সিস্টেমে নিজেকে হাইড করে পোস্ট করার সিস্টেম।

১৫:-মেভবুকে তিন ধাপে সিকিউরিটি থাকবে।

১৬:- টাইমলাইনের পোস্ট বুস্ট করা যাবে

১৭:- প্রোফাইল ও কভার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে।

১৮:-ইচ্ছেমত ব্লগ লেখা যাবে।

১৯:-যথাযথ তথ্য দিয়ে আইডি ভেরিফিকেশন করতে পারবেন,এটা খুবই সীমিত সময়ের জন্য খোলা রয়েছে।
এছাড়াও ট্রেন্ডিং অপশন সহ আরো অনেক রকমের সুবিধা পাবেন এখানে।

সোস্যাল সাইটটির অথোরিটি জানিয়েছেন, তাদের কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আপ্সটি প্লে স্টোরে সবার জন্য উন্মুক্ত হতে ২-৩ দিন সময় লাগবে।
আপনারা ওয়েবসাইট এর মাধ্যমে সোশ্যাল সাইটটি ব্যবহার করতে পারেন।
link-
www.mevbook.com

এছাড়াও গুগল ড্রাইভ থেকে আপ্স টি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন –
Mevbook App ধন্যবাদ ভালো থাকবেন

আর মেভবুকে আমিঃ-
Bokul

Exit mobile version