Site icon Trickbd.com

মঙ্গল গ্রহের একদম আসল ছবি (NASA এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত)

Unnamed

আমাদের এই মহাবিশ্ব খুবই রহস্যময়, আমরা মানব জাতি যদি হাজারো কোটি বছর ধরে এই মহাবিশ্বকে জানার চেষ্টা করি তাহলে এই মহাবিশ্বের এক অণু পরিমান আমরা জানতে পারব না। আমাদের মহাবিশ্ব টা এতটাই বিশাল। আমরা বসবাস করছি মিল্কিওয়ে গ্যালাক্সিতে সেখানে রয়েছে আমাদের সৌরজগতের মত কোটি কোটি সৌরজগৎ এবং আমাদের এই ইউনিভার্সে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি। অনন্ত কাল ধরে যদি আমরা এটা নিয়ে অধ্যায়ন করি, তারপরেও এটি সম্পর্কে এক অণু পরিমান কোনদিন জানতে পারবে না। NASA সাধারণত মহাবিশ্ব নিয়ে গবেষণা করেন। সম্প্রতি তারা মঙ্গল গ্রহে দুটি রোবট পাঠিয়েছে যার নাম পারসেভারেন্স এবং কিউরিসিটি। তারা এই রোবটটি থেকে মঙ্গল গ্রহের সম্পর্কে অনেকটাই অধ্যায়ন করেছে এবং বেশ কিছু ছবি তারা রোবট এর মাধ্যমে পৃথিবীতে এনেছে আর এর কিছু বিস্ময়কর ছবি নিচে আপনাদের জন্য দেওয়া হল।

যারা মহাকাশ নিয়ে ভাবতে ভালবাসেন, আশা করছি তাদের ছবিগুলো খুব ভালো লাগবে এবং ছবিগুলো আমি সংগ্রহ করেছি নাসার অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাই এই ছবিগুলো নিয়ে সন্দেহ করার কোনই কারণ নেই।